বাংলার ব্যান্ড অর্থহীন প্রায় তিন বছর পর নতুন অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছে। ১৭ অক্টোবর তারা উন্মোচন করবে ‘ফিনিক্সের ডায়েরি ২’। অ্যালবামে পুরনো ভক্তদের পাশাপাশি নতুন শ্রোতাদের কথাও বিবেচনা করে গানগুলো নির্বাচন করা হয়েছে।
অ্যালবামের আগে, ১০ অক্টোবর ব্যান্ড আয়োজন করবে ‘ফিনিক্সের ডায়েরি ২-সিক্রেট লিসেনিং পার্ট’। এর আগে, ‘ফিনিক্সের ডায়েরি ১’ প্রকাশিত হয়েছিল ২০২২ সালের ডিসেম্বরে।
অর্থহীন এই অ্যালবামের প্রকাশের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরেরও ঘোষণা দিয়েছে। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত তারা অংশ নেবে নিউইয়র্ক, পেনসিলভানিয়া, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, ফ্লোরিডা, জর্জিয়া, ম্যাসাচুসেটস ও ভার্জিনিয়ায় কনসার্টে।
ব্যান্ডের প্রধান সাইদুস সালেহীন সুমন কয়েকটি দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচারের কারণে সাম্প্রতিক বছরগুলোতে মঞ্চে অনিয়মিত ছিলেন। এ সফরের মাধ্যমে তারা আবার নিয়মিত মঞ্চে ফিরতে যাচ্ছে।
বর্তমানে, মার্ক ডন (ড্রামস) ও এহতেশাম আলী (গিটার) নিয়ে ব্যান্ডটি ১২টি শহরে কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছে। চূড়ান্ত ভেন্যু ও তারিখ শিগগিরই তাদের ফেসবুক পেজ ও অন্যান্য প্ল্যাটফর্মে জানানো হবে।