বলিউড তারকা শাহরুখ খান, সালমান খান এবং আমির খান এই তিন তারকাকে একসঙ্গে এক ফ্রেমে দেখার স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। আর এই অসম্ভবকে সম্ভব করছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবি থেকেই এই গুঞ্জনের শুরু।
ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায়, একটি শুটিং সেটে মেকআপ ভ্যানের গায়ে শাহরুখ, সালমান ও আমিরের নাম লেখা। এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই নেট দুনিয়ায় ঝড় উঠেছে। ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করে বলছেন, "বহু দিনের স্বপ্ন তিন খানকে একসঙ্গে দেখার। মনে হচ্ছে, অবশেষে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে।"
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আরিয়ান খান পরিচালিত আসন্ন ওয়েব সিরিজ় ‘ব্যাড্স অব বলিউড’-এ এই তিন খানকে একসঙ্গে দেখা যাবে। এই সিরিজ়ের ঝলকে ইতিমধ্যেই সালমান খানকে দেখা গেছে এবং শাহরুখ খানের উপস্থিতি নিশ্চিত। তাই এখন অনেকেই মনে করছেন যে আমির খানও তাদের সঙ্গে থাকবেন।
গত বছর আমির খান নিজেই এক সাক্ষাৎকারে শাহরুখ ও সালমানের সঙ্গে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, "আমরা তিনজন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিলেন। আমাদের সত্যিই তিনজনের একসঙ্গে একটা ছবি করা দরকার। আশা করছি, এটা বাস্তবায়িত হবে। তবে এর জন্য একটা ভালো গল্পের প্রয়োজন। ভালো চিত্রনাট্য দরকার।"