দক্ষিণে তিনি সুপারস্টার, এবার হিন্দিতে ফিরেই খেল দেখালেন ধানুশ (Dhanush)। সঙ্গে কৃতি শ্যানন। পরিচালক আনন্দ এল রাইয়ের সঙ্গে তার ব্লকবাস্টার জুটির প্রত্যাবর্তন ঘটল 'তেরে ইশক মে'সিনেমা দিয়ে। গেল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমাটি মাত্র চার দিনের মধ্যেই বিশ্বব্যাপী ৬০ কোটি রুপির বিশাল অঙ্কের ব্যবসা করে বক্স অফিসে রীতিমতো বাজিমাত করেছে!
এক আবেগপ্রবণ ও অস্থির স্বভাবের তরুণ ধানুশ, যে প্রেমে পড়ে 'মুক্তি' (কৃতি শ্যানন)-এর। কলেজ জীবন থেকে শুরু হওয়া তাদের সম্পর্কের নানা মোড়, উত্থান-পতন, এবং মুক্তির অন্য একজনকে বিয়ে করার সিদ্ধান্ত... এসব নিয়েই গড়ে উঠেছে পরিচালক আনন্দ এল রাইয়ের এই প্রেমের গল্প। পরিচালক এই ছবিতে প্রেমের বহুমাত্রিক রূপ তুলে ধরেছেন।
সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও ছবিটি যে গতিতে আয় করছে, তা সবাইকে চমকে দিয়েছে। মুক্তির মাত্র তিন দিনের মধ্যে ছবিটি ৫০ কোটি রুপির গণ্ডি পার করে ফেলে। প্রথম দিন সবাইকে চমকে দিয়ে আয় করে ১৭ কোটি রুপি, যার মধ্যে ১৫.২৫ কোটি হিন্দি সংস্করণ থেকে এবং ৭৫ লাখ রুপি আসে তামিল সংস্করণ থেকে। কাজের দিন হওয়া সত্ত্বেও গতকাল সোমবার, অর্থাৎ চতুর্থ দিনেও ছবিটি বক্স অফিসে দাপট বজায় রেখেছে। গতকাল চতুর্থ দিনেও ছবিটি আয় করেছে ৮.২৫ কোটি রুপি। এতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৬০ কোটি রুপি। যদিও বেশিরভাগ সমালোচক সিনেমাটিকে 'চলনসই' তকমা দিয়েছেন, কিন্তু সাধারণ দর্শক যে এটি বেশ পছন্দ করেছেন, বক্স অফিসের এই অঙ্কই তার প্রমাণ।
'রানঝানা'-এর পর দীর্ঘ বিরতি নিয়েছিলেন ধানুশ হিন্দি সিনেমা থেকে। সেই ব্লকবাস্টার ছবিটিও ছিল আনন্দ এল রাইয়ের সঙ্গে। পরে ওটিটি-তে মুক্তি পাওয়া 'অতরঙ্গি রে'-তেও তারা একসঙ্গে কাজ করেন। তবে, 'তেরে ইশক মে'-র মাধ্যমেই নির্মাতা ও পরিচালকের এই সফল জুটির আবারও প্রেক্ষাগৃহে প্রত্যাবর্তন ঘটল। ধানুশের এই বক্স অফিস প্রত্যাবর্তন বুঝিয়ে দিল, দর্শকদের কাছে তার আবেদন এখনও অটুট।