নতুন বছরে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে চান অভিনেতা তৌসিফ মাহবুব। পুরোনো ভুলগুলো শোধরানো এবং ভেবেচিন্তে নতুন সিদ্ধান্ত নিয়ে সামনে এগোনোর লক্ষ্য তাঁর। ছোট পর্দার এই আলোচিত অভিনেতার বিশ্বাস, একই ভুল বারবার করলে জীবন ও ক্যারিয়ার দুটোই এক জায়গায় থমকে যায়।
নতুন বছরের পরিকল্পনা নিয়ে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে তৌসিফ বলেন, নতুন বছরে তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো পুরোনো ভুল আর না করা। মানুষ হিসেবে ভুল হতেই পারে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা না নিলে অগ্রগতি সম্ভব নয়। অভিনয়জীবন ও ব্যক্তিজীবনে করা কিছু ভুল তাঁকে পিছিয়ে দিয়েছে বলেও স্বীকার করেন তিনি।
তৌসিফ জানান, সেই ভুলগুলোর অভিজ্ঞতাই তাঁকে আজকের অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে। তবে শেখার পরও যদি একই ভুল আবার করা হয়, তাহলে সামনে এগোনো কঠিন হয়ে পড়ে। তাই আগামী দিনের পথটা মসৃণ করতে তিনি সচেতনভাবে সিদ্ধান্ত নিতে চান।
কোন ধরনের ভুল আর করতে চান না, এ প্রশ্নে তৌসিফ বলেন, কিছু মানুষ ও কিছু কাজ তাঁর ক্ষতির কারণ হয়েছে, সেগুলো থেকে নিজেকে দূরে রাখতে চান। অতীতে নেওয়া কিছু ভুল সিদ্ধান্ত থেকেও শিক্ষা নিয়েছেন তিনি। নতুন বছরে তাঁর লক্ষ্য একটাই, ভুলের সংখ্যা কমানো এবং ভালো কাজের মাধ্যমে নিজেকে আরও এগিয়ে নেওয়া।
দেড় দশকের ক্যারিয়ারের অভিজ্ঞতা নিয়ে তৌসিফ জানান, আগামীর দিনগুলোতে তিনি কাজের পাশাপাশি পরিবারকে আরও বেশি সময় দিতে চান।