একসময় দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের সঙ্গে অভিনেত্রী তাসনিয়া ফারিণের প্রেমের গুঞ্জন যেন বিনোদন জগতের 'টক অফ দ্য টাউন' হয়ে উঠেছিল। একটি নাটকে একসঙ্গে কাজ করার সূত্র ধরে কিছু মহল এই খবর রটিয়ে দেয়। কিন্তু সেই গুঞ্জনে হঠাৎই জল ঢেলে দেন ফারিণ, যখন তিনি গাঁটছড়া বাঁধেন। তারপর যে যার মতো ব্যস্ত হয়ে পড়েন কাজে।

তবে সম্প্রতি কলকাতা সফরে গিয়ে কলকাতার এক প্রথম সারির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আবারও এই পুরোনো জল্পনা মাথাচাড়া দিয়ে ওঠে। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এখন ওপার বাংলাতেও সিনেমার নায়িকা হিসেবে বেশ পরিচিতি ফারিণ। দীর্ঘ এই সাক্ষাৎকারে টালিগঞ্জ যাত্রা, বড় পর্দায় অভিষেক এবং নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন তিনি।

বিশেষ করে তাহসানের সঙ্গে তাঁর কথিত প্রেমের গুঞ্জন নিয়ে জিজ্ঞাসা করা হলে ফারিণ একেবারে স্পষ্টভাষায় জানান, বিষয়টি ছিল 'পুরোটাই ভুলভাল'। অভিনেত্রী ব্যাখ্যা করে বলেন, "আমি অনেক দিন আমার সত্যিকারের প্রেমের কথা প্রকাশ্যে আনিনি। আর সেই সুযোগেই লোকে কিছু না জেনে হুট করে তাহসানের নাম আমার সঙ্গে জড়িয়ে দেয়।" আর ঠিক এই ভুল ধারণা ভাঙতেই ফারিণ তাঁর প্রকৃত প্রেমিককে (যিনি বর্তমানে তাঁর স্বামী) প্রকাশ্যে আনেন। ফারিণ বলেন, "তারপরই প্রেমিককে প্রকাশ্যে আনি, সবার ভুল ভাঙে।" উল্লেখ্য, দীর্ঘ সাড়ে আট বছরের সম্পর্কের পর ২০২৩ সালের আগস্ট মাসের ১১ তারিখে শেখ রেজওয়ানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাসনিয়া ফারিণ।

সংসার জীবন আর অভিনয়কে একসঙ্গে সামলে তিনি জোর দিয়ে বলেন, "আপনারা হয়তো আগামী দিনে আমার উদাহরণ দেবেন। বলবেন, অল্প বয়সে বিয়ে করেও অভিনয় করে গেছি। বিয়ের সঙ্গে অভিনয়ের কোনো বিরোধ নেই... আমি তো দেখছি, বিয়ের পর আমার কাজ বেড়েছে।"