দেশের জনপ্রিয় রক ব্যান্ড 'আভাস'-এর গায়ক ও কর্ণধার তানযীর তুহিন এবার 'কোক স্টুডিও বাংলায়' নতুন মাত্রা যোগ করতে চলেছেন। দীর্ঘ বছর ধরে ব্যান্ড সংগীতে নিজের স্বকীয়তা বজায় রেখে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়ার পর, এবার তিনি কোক স্টুডিওর মঞ্চে নিজের নতুন ছাপ রাখতে প্রস্তুত।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে তুহিনের এই নতুন গানের প্রথম ঝলক প্রকাশ করা হয়। সেই পোস্টে জানানো হয়, শুক্রবার (২৪ অক্টোবর) গানটি কোক স্টুডিওর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

প্রকাশিত ১৪ সেকেন্ডের ভিডিও ক্লিপটিতে দেখা গেছে, তুহিন চেয়ারে বসে পাঞ্জাবি পরে শিঙাড়া খাচ্ছেন এবং তাঁর সামনে টিস্যুর একটি গুচ্ছ রাখা আছে।

কোক স্টুডিও বাংলার পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, "নস্টালজিয়ার পাতা উল্টিয়ে আসছে কোক স্টুডিও বাংলার নতুন গান।"

তুহিনের এই অভিনব ভঙ্গি এবং তাঁর স্বকীয়তার মিশ্রণে তৈরি গানটি কোক স্টুডিওতে দেখার জন্য এরই মধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।