এক সময় শোনা গিয়েছিল, জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা পা রাখছেন ভারতীয় সিনেমায়। ছবির নাম ঠিক হয়েছিল ‘ভালোবাসার মরশুম’, যেখানে তার বিপরীতে অভিনয় করার কথা ছিল বলিউডের পরিচিত মুখ শর্মান যোশি। ছবিটি পরিচালনা করছিলেন এম এন রাজ, আর এতে ঢাকার অভিনেতা খায়রুল বাসারও যুক্ত হওয়ার কথা ছিল।
তবে হঠাৎই সব পরিকল্পনা বদলে যায়। প্রযোজনা দলের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, তানজিন তিশা ভারতের ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েছিলেন। সে কারণেই নির্ধারিত সময়ে শুটিংয়ে অংশ নেওয়া সম্ভব হয়নি তার। ফলস্বরূপ, নির্মাতারা বাধ্য হয়ে নতুন অভিনেত্রীকে যুক্ত করেন সিনেমাটিতে। তিশার পরিবর্তে বর্তমানে কাজ করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা, যিনি সম্প্রতি পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়েও আলোচনায় ছিলেন।
চুক্তি সম্পন্ন হলেও বিষয়টি নিয়ে এতদিন মুখ খোলেননি তানজিন তিশা। সিনেমার ঘোষণা আসার পরও তিনি ছিলেন একেবারে নীরব। সাংবাদিকদের প্রশ্নে শুধু বলেছিলেন,
“আমাকে নিয়ে সিনেমার অনেক খবর হয়েছে, আমি দেখেছি। কতটা সত্য, কতটা নয়, জানি না। এখনই কিছু বলতে চাই না। হতে পারে সামনে নতুন কোনো সারপ্রাইজ নিয়ে আসব।”
অবশেষে সেই ‘সারপ্রাইজ’ এখন বাস্তবে রূপ নিচ্ছে। ভারতীয় সিনেমা থেকে বাদ পড়লেও তানজিন তিশার ভক্তদের জন্য অপেক্ষা করছে আরও বড় খবর। তিনি আসছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে নতুন সিনেমা ‘সোলজার’-এ।
এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন সাকিব ফাহাদ। জানা গেছে, ছবির শুটিং ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং আগামী সপ্তাহেই তিশা যুক্ত হচ্ছেন শুটিংয়ে। সবকিছু ঠিক থাকলে, এই বছরের ডিসেম্বরেই মুক্তি পাবে ‘সোলজার’।
অর্থাৎ, ভারতীয় সিনেমায় অভিনয়ের সুযোগ হারালেও, দেশের সবচেয়ে বড় নায়কের সঙ্গে বড় পর্দায় অভিষেক ঘটিয়ে তানজিন তিশা এখন ক্যারিয়ারের নতুন অধ্যায়ে পা রাখছেন। দর্শক ও ভক্তরা আগ্রহভরে অপেক্ষা করছেন এই জনপ্রিয় অভিনেত্রীর নতুন রূপ দেখার জন্য।