চলতি বছর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খেতাব জিতে এখন থাইল্যান্ডে অনুষ্ঠিত মূল প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। সেখানে চলছে ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’-এর নানা ইভেন্ট, আর প্রতিটি জায়গাতেই ঝলমলে উপস্থিতিতে নজর কাড়ছেন তিনি।

গত কয়েক দিনে একাধিক ইভেন্টে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন মিথিলা। অনেক আন্তর্জাতিক সৌন্দর্য বিশেষজ্ঞ ইতিমধ্যে ভারত ও বাংলাদেশের প্রতিনিধিকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে দেখছেন যা বাংলাদেশের জন্য বড় গর্বের বিষয়।

আজ মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে মিথিলা জানান, দেশের মানুষের ভালোবাসা ও সমর্থনে তিনি অভিভূত। পোস্টে লিখেছেন,
“আমি কাঁদছি, কী বলব বুঝতে পারছি না। আপনাদের ৭৩ হাজার ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। সবাইকে ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না।”

তিনি আরও ভালোবাসা জানিয়েছেন তার ভক্ত, বন্ধুবান্ধব, সহকর্মী, সাংবাদিক, মডেল, পরামর্শদাতা, এবং বিশেষ করে তার মা, বড় বোন ও মিস ইউনিভার্স বাংলাদেশ টিমকে।

শেষে মিথিলা লিখেছেন, “আমি তোমাদের সবার সঙ্গে আছি। এবার একসঙ্গে কাজ করি বাংলাদেশের জন্য, মুকুটটা দেশে আনতেই হবে। বাংলাদেশ অপ্রতিরোধ্য! মিস ইউনিভার্স।”

থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’-এর ৭৪তম আসর, যার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে চলতি মাসেই।