শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় নির্মিতব্য সিরিজ 'ব্যাড্স অব বলিউড'-এ আইটেম গার্ল হিসেবে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়াকে। এই সিরিজে বলিউড এবং দক্ষিণের একাধিক তারকাকে নিয়ে আসছেন আরিয়ান খান।
তামান্নার নতুন চমক
সম্প্রতি এই সিরিজের একটি প্রমোশনাল ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে তামান্না ভাটিয়াকে এক ঝলক দেখা গেছে। 'মিটস দ্য আসলি ব্যাডস' ইন 'ব্যাড্স অব বলিউড' ক্যাপশনের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।
জানা গেছে, 'গফুর' শিরোনামের এই গানটি আগামীকাল (১৫ সেপ্টেম্বর) অনলাইনে উন্মুক্ত হবে।
'ব্যাড্স অব বলিউড' সিরিজটি প্রযোজনা করছেন গৌরী খান। আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে এটি মুক্তি পাবে।