নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ ২’ এবং ‘স্ত্রী ২’ সিনেমার ‘আজ কি রাত’ গান দিয়ে অভিনেত্রী তামান্না ভাটিয়া বর্তমানে তুমুল জনপ্রিয়। সম্প্রতি ফিল্মফেয়ার সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী তাঁর অভিনয় ক্যারিয়ার ও ব্যক্তিগত পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।
তামান্না ভাটিয়া বলিউডের বর্তমান পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন। এখন ৩০ এর ঘরে পা দেওয়া অভিনেত্রীদের জন্য জটিল, গভীর ও আকর্ষণীয় চরিত্র লেখা হচ্ছে। তিনি জানান, অভিনয়জীবনের শুরুতে তাঁর একটি ১০ বছরের পরিকল্পনা ছিল: “আমি ভেবেছিলামএখন কাজ শুরু করব, ৩০ এর পর বিয়ে করে সংসার করব। কারণ, তখন পরের বয়সের নারীদের জন্য তেমন চরিত্র লিখতেই দেখা যেত না।”
কিন্তু সময় বদলেছে আর বদলেছে ইন্ডাস্ট্রির দৃষ্টিভঙ্গিও। তামান্নার কথায়, “২৭-২৮ বছরের দিকে এসে আমি সত্যিকারের নিজেকে খুঁজে পেয়েছি। ঠিক তখনই ইন্ডাস্ট্রিতে শুরু হলো আমাদের বয়সের নারীদের জন্য দারুণ দারুণ চরিত্র লেখা।”