গায়ক ও অভিনেতা তাহসান খানের সঙ্গে দাম্পত্য জীবনের এক বছর পূর্ণ করেছেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রোজা সম্প্রতি নতুন লুকে একাধিক স্থিরচিত্র শেয়ার করেছেন, যা মুহূর্তেই নজর কেড়েছে তাহসান ভক্তদের।

ইনস্টাগ্রামে পোস্ট করা এসব ছবিতে আগের তুলনায় অনেক বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। লাইক, মন্তব্য ও শেয়ারের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। প্রায় দুই লাখ মানুষ লাভ রিঅ্যাকশন দিয়েছেন, আর শেয়ার হয়েছে প্রায় ১০ হাজারের কাছাকাছি। ছবির ক্যাপশনে ভালোবাসার ইমোজির সঙ্গে রোজা লিখেছেন, “পাপড়ির আড়ালে লুকানো সিংহাসন।”

পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, পদ্মফুল ও মোমবাতিতে সাজানো রোজা–তাহসানের বিবাহবার্ষিকীর কেক। সাদা ক্রিমে ঢাকা কেকের পাশে ছিল একটি সুন্দর গোলাপের তোড়া। ভক্ত–শুভাকাঙ্ক্ষীদের ধারণা, প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে বিশেষভাবে চমকে দিয়েছেন তাহসান।

উল্লেখ্য, গত বছরের ৪ জানুয়ারি ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও রোজা আহমেদ। ঢাকার একটি কমিউনিটি সেন্টারে ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

একাধিক সূত্র জানায়, রোজা আহমেদ গত ১০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। নিউইয়র্কে পড়াশোনা করা রোজা একজন উদ্যোক্তাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর জনপ্রিয়তা চোখে পড়ার মতো, অনুসারীর সংখ্যাও বেশ বড়।

এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী মিথিলার সঙ্গে প্রথম বিয়ে করেন তাহসান খান। ২০১৩ সালের ৩০ জুলাই তাঁদের কন্যাসন্তান জন্ম নেয়। তবে ২০১৭ সালের ৪ অক্টোবর যৌথভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা। সেই বিচ্ছেদ ভক্তদের অনেকের জন্যই সহজ ছিল না। পরে মিথিলা ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন।