দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং তাঁর সহধর্মিণী রোজা আহমেদ দাম্পত্য জীবনের এক বছর পূর্ণ করেছেন। ২০২৫ সালের ৪ জানুয়ারি তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং সেই হিসেবে ২০২৬ সালের এই বিশেষ দিনটি ভালোবাসা আর শুভেচ্ছায় ভরে উঠেছে। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে এই তারকা দম্পতিকে ঘিরে শোবিজ অঙ্গন ও ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

বিবাহবার্ষিকী উপলক্ষে রোজা আহমেদ তাঁর ইনস্টাগ্রামে কিছু নজরকাড়া ছবি শেয়ার করেছেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিতে ঝলমলে সিকুইন দেওয়া বডিকন গাউনে গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন তিনি। রোজার এই ব্যতিক্রমী ফ্যাশন সেন্স নেটিজেনদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি তাঁদের বিশেষ দিনটিকে আরও বর্ণিল করে তুলেছে।

অ্যানিভার্সারি উদযাপনের আয়োজনে ছিল লিলি ফুল ও মোমবাতি দিয়ে সাজানো সাদা ক্রিমের একটি দৃষ্টিনন্দন কেক এবং গোলাপের তোড়া। ভক্তদের ধারণা, প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে এমন বিশেষ সারপ্রাইজ দিয়েছেন স্বয়ং তাহসান। গত বছরের শুরুর দিকে হুট করেই বিয়ের খবর দিয়ে আলোচনায় আসা এই দম্পতি এখন তাঁদের সুখের দাম্পত্যের এক বছর সফলভাবে পার করলেন।