বয়স যে তাঁর কাছে কেবলই একটি সংখ্যা, তা বারবার প্রমাণ করে চলেছেন তাবাসুম ফাতিমা হাশমি, ওরফে টাবু। পঞ্চাশ পেরিয়েও অভিনয়, ব্যক্তিত্ব ও পর্দায় উপস্থিতিতে আজও তিনি সমসাময়িক বহু অভিনেত্রীকে অনায়াসে টেক্কা দেন। টাবু মানেই সংযত অভিব্যক্তির আড়ালে তীব্রতা, যেখানে আড়ম্বর কম কিন্তু প্রভাব গভীর।

দীর্ঘ আড়াই দশকের অভিনয়জীবনে একের পর এক সাফল্য এলেও তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে কৌতূহল কখনও কমেনি। বিশেষ করে, একসময় বলিউডের প্রথম সারির প্রযোজক ও পরিচালকদের পছন্দের তালিকায় থাকা এই অভিনেত্রী কেন আজও অবিবাহিত, সেই প্রশ্ন ঘুরপাক খেয়েছে অনুরাগীদের মনে।

সম্প্রতি সেই কৌতূহল আরও বেড়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে। ভাইরাল হওয়া একটি উদ্ধৃতিতে দাবি করা হয়, টাবু নাকি বলেছেন, “আমার জীবনে পুরুষ দরকার শুধু বিছানায়। আর কিছু না। আমি একা থাকতেই ভালোবাসি। বিয়ে করতে চাই না।” এই বক্তব্য ঘিরেই নেটদুনিয়ায় শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা।

তবে বলিউড সূত্রে জানা যাচ্ছে, যে সাক্ষাৎকারের সূত্র ধরে এই মন্তব্য ছড়ানো হয়েছে, সেখানে এমন ভাষা আদৌ ব্যবহার করেননি টাবু। অভিনেত্রী আসলে বলেছিলেন, তিনি বর্তমানে তাঁর সিঙ্গেল জীবন উপভোগ করছেন এবং এই মুহূর্তে কোনও সম্পর্কে জড়ানোর প্রয়োজন অনুভব করছেন না। বিয়ে বা সম্পর্কের জন্য তাঁর কোনও তাড়াহুড়ো নেই, এই কথাটিই তিনি স্পষ্ট করেছিলেন।

ইন্ডাস্ট্রি মহলের দাবি, সেই বক্তব্যই প্রসঙ্গছাড়া ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। ‘তিল থেকে তাল’ বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর ফলেই এই অযাচিত বিতর্কের জন্ম।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত টাবু। তিনি বহুবার জানিয়েছেন, সম্পর্ক বা বিয়ে নয়, নিজের স্বাধীনতা ও মানসিক স্বাচ্ছন্দ্যই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই সিদ্ধান্ত নিয়েই তিনি স্বচ্ছন্দ ও আত্মবিশ্বাসী।

অভিনেত্রীর টিমের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, টাবু এমন কোনও মন্তব্য করেননি। পাশাপাশি, ভুয়া উদ্ধৃতি ছড়ানোর ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে।