সাফল্যের ধারাবাহিকতায় বড় পর্দা থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম সব জায়গায়ই দাপটের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। কিন্তু এবার দীর্ঘ বিরতির পর তিনি আবার ফিরছেন ছোট পর্দায়, তাও স্টার জলসার হাত ধরে।

২০২৪ সালে ‘চালচিত্র’, ‘আলাপ’-এর মতো সিনেমা এবং ২০২৩ সালের ব্লকবাস্টার ‘ফাটাফাটি’-তে নেতিবাচক চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছিলেন স্বস্তিকা। পাশাপাশি ‘গভীর জলের মাছ’, ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’ (মুক্তির অপেক্ষায়) ও ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর মতো ওয়েব সিরিজে পারফরম্যান্স দিয়ে ডিজিটাল দর্শকদেরও মুগ্ধ করেছেন তিনি।

তবে এমন সাফল্য ও ব্যস্ততার মাঝেও তার ছোট পর্দায় ফেরাটা বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এর আগে জি বাংলার ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিক শেষ করার পর তিনি জানিয়েছিলেন, আর ধারাবাহিকে অভিনয় করবেন না। সেই সিদ্ধান্ত থেকেই এবার সরে এসেছেন অভিনেত্রী।

কেন এই পরিবর্তন? জানতে চাইলে স্বস্তিকা বলেন, “মনের মতো চরিত্র হলে সিদ্ধান্ত বদলাতেই পারে।” দীর্ঘ আট বছর পর তিনি ফিরছেন স্টার জলসার নতুন ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-তে, যেখানে তিনি নাম ভূমিকায় অভিনয় করবেন।

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সিরিজটির শুটিং। যদিও স্বস্তিকা ছাড়া অন্য চরিত্র বা প্রচারের তারিখ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। দর্শকরা এখন অপেক্ষায়, কবে আবার প্রিয় অভিনেত্রীকে দেখা যাবে ছোট পর্দার পর্দায় ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ রূপে।