'আগুলি' এবং 'হেট স্টোরি ২'-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া সুরভিন চাওলা সম্প্রতি 'রানা নাইডু ২' ও 'মান্ডালা মার্ডারস'-এর মতো ওয়েব সিরিজে দুর্দান্ত অভিনয় করে নিজের প্রতিভা আবারও প্রমাণ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার চরিত্র নির্বাচন ও ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে কথা বলেছেন।

ঝুঁকি আছে বলেই কাজটা করতে হবে

সুরভিন জানান, তিনি সব সময় আবেদনময়ী কিংবা সিরিয়াস ধরনের চরিত্রের প্রস্তাব বেশি পান। অথচ তিনি হালকা মেজাজের নাচ-গানের ছবিতে কাজ করতে চান। তিনি বলেন, 'আমি পাঞ্জাবি ও অন্যান্য ভাষার অনেক ছবিতে এমন কাজ করেছি। তবে এখন ডার্ক কন্টেন্টের চাহিদা বেশি।'

নিজের ক্যারিয়ার নিয়ে সুরভিন বলেন, 'আমি কখনো নিজেকে নিরাপদ চরিত্রের মধ্যে আটকে রাখিনি। আমার ডিএনএ-তেই সেটা নেই। ঝুঁকি আছে বলেই কাজটা করতে হবে এমন ভাবনা সব সময়ই ছিল।' তিনি আরও বলেন যে, এখন কাজ করার ক্ষেত্রে তিনি এমন চরিত্র বেছে নেন যা তাকে আনন্দ দেবে এবং তার মধ্যে উত্তেজনা তৈরি করবে।

'টাইপকাস্ট' থেকে দূরে থাকা

সুরভিন গর্বের সঙ্গে বলেন যে, তিনি বলিউডে শিল্পীদের 'টাইপকাস্ট' করার প্রবণতা থেকে নিজেকে দূরে রাখতে পেরেছেন। তিনি বলেন, 'শুরুতে আমাকেও একই ধরনের চরিত্রে বেঁধে ফেলতে চেয়েছিল। কিন্তু আমি শুরু থেকেই "না" বলার সাহস দেখিয়েছি।' তিনি মনে করেন, একজন নির্মাতার দায়িত্ব হলো অভিনেতাকে ভিন্ন চরিত্রে কল্পনা করা, এক খাঁচায় আটকে রাখা নয়।

সুরভিন মনে করেন, অভিনয় তার কাছে শুধু একটি পেশা নয়, বরং আত্মতৃপ্তির একটি জায়গা। তাই তিনি একই সঙ্গে নিজের পেশা এবং পরিবারকে সমানভাবে গুরুত্ব দেন।