বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন নতুন করে নজর কেড়েছেন এক বিশেষ অনুষ্ঠানে, যেখানে তার উপস্থিতি দর্শকদের চোখ ধাঁধানোভাবে অবাক করে দিয়েছে। এইবার বিষয়টি শুধু রূপ বা গ্ল্যামারের নয়, বরং একটি শক্তিশালী সচেতনতামূলক বার্তার মাধ্যম থেকেও।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সানি ক্রিস্টাল খচিত রুপালি পোশাকের সঙ্গে গোলাপি মিনি ওভারস্কার্ট পরে র‍্যাম্পে উঠেন। মঞ্চের মাঝেই তিনি ওভারস্কার্ট সরিয়ে ফেলেন এবং পুরোপুরি ক্রিস্টাল পোশাকে হাজির হন। তবে নজর কেড়েছে তার স্কার্টের একেবারে ব্যতিক্রমী ডিজাইন, সারি সারি কনডমের প্যাকেট ঝুলছিলো সেখানে।

সানি লিওন এমনভাবে পোশাকের মাধ্যমে বার্তা দিতে চেয়েছেন যা ফ্যাশন ও সচেতনতা একসাথে সংযুক্ত করে। ১ ডিসেম্বরের বিশ্ব এইডস দিবসে তিনি উপস্থিত সবাইকে মনে করিয়ে দেন কনডম ব্যবহারের গুরুত্ব, যাতে এইচআইভি ও এইডসের মতো রোগের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করা যায়। জাঁকজমক এবং আধুনিকতার মধ্যে সচেতনতা ভুলে যাওয়া উচিত নয় এই মর্মই তার বার্তা।

চলতি বছরে সানি লিওনকে দেখা গিয়েছে ‘ব্যাডাস’ ছবিতে, যা পরিচালনা করেছেন কিথ গোমস। সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন হিমেশ রেশমিয়া, কীর্তি কুলহারি, জনি লিভার প্রমুখ। তার জনপ্রিয় অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে ‘জিসম ২’ (২০১২), ‘জ্যাকপট’ (২০১৩), ‘রাগিনী এমএমএস ২’ (২০১৪), ‘এক পেহেলি লীলা’ (২০১৫) ও ‘তেরা ইন্তেজার’ (২০১৭)।