বন্ধুদের বিয়েতে প্রাণবন্ত উপস্থিতি থাকলেও নিজের বিয়ে নিয়ে আপাতত নীরব সুনেরাহ। সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
কবে বিয়ে করছেন এমন প্রশ্নে হালকা হাসি নিয়ে অভিনেত্রী বলেন, আপাতত তার বিয়ের কোনো পরিকল্পনাই নেই। এ বিষয়ে এখনো ভাবনাও শুরু করেননি জানিয়ে তিনি বলেন, যে বিষয় নিয়ে ভাবাই হয়নি, তা নিয়ে কিছু বানিয়ে বলারও সুযোগ নেই।
বন্ধুদের বিয়েতে নিয়মিত দেখা যাওয়ার প্রসঙ্গে সুনেরাহ জানান, কাছের মানুষদের আনন্দই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের খুশি দেখতে ভালো লাগে বলেই সবসময় ইতিবাচকভাবে পাশে থাকার চেষ্টা করেন তিনি। পরিবার বা বন্ধুদের যেকোনো বিশেষ মুহূর্তে অংশ নিতে পারাটাকেই তিনি নিজের জন্য আনন্দের বলে মনে করেন।
বর্তমানে অভিনয় ও ক্যারিয়ার নিয়েই পুরোপুরি ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। এখনই সংসারী হওয়ার ভাবনা নেই তার। ভক্তদের উদ্দেশে সুনেরাহ বলেন, সময় হলে সবকিছু সবাই জানতে পারবেন। আপাতত কাজের মাধ্যমেই দর্শকদের ভালোবাসা ধরে রাখতে চান তিনি।