মাসখানেক আগেই অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি পরিচালক কৌশিক গাঙ্গুলির সঙ্গে জানালার ধারে বসে হাতে একটি ছুরি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন, যার ক্যাপশনে লেখা ছিল, 'হাসতে হাসতে খুন করে দেব'। এই পোস্ট থেকেই টলিউডে গুঞ্জন শুরু হয়েছিল যে পরিচালক ও নায়িকার যুগলবন্দি আবারও ঘটতে চলেছে। যদিও তখন এই বিষয়ে কেউই মুখ খোলেননি। অবশেষে সেই পোস্টের ছবির পেছনের রহস্য দীপাবলির মৌসুমে প্রকাশ্যে এসেছে।

কৌশিক গাঙ্গুলির আগামী ছবি ‘ওয়েটিং রুম’-এ দেখা যাবে শুভশ্রীকে। এই ছবির মাধ্যমে তাঁর ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে, যা দেখে দর্শক রীতিমতো চমকে উঠেছেন। ছবিতে শুভশ্রীকে এক অদ্ভুত লুকে দেখা যাচ্ছে তাঁর চোখে-মুখে প্রতিশোধের স্পৃহা, হাতে রক্তমাখা ছুরি, সারা মুখে রক্ত এবং চোখে জল। এই সবমিলিয়ে এক গভীর রহস্য লুকিয়ে রয়েছে ছবির কাহিনীর গভীরে। শোনা যাচ্ছে, আপাতদৃষ্টিতে থ্রিলার মনে হলেও ছবিটি আসলে একটি সোশ্যাল ড্রামা।

জানা গেছে, আগামীকাল থেকে ‘ওয়েটিং রুম’ ছবির শুটিং শুরু হতে চলেছে। ছবিতে শুভশ্রীর চরিত্রের নাম 'দীপা' এবং তারই জীবনসফর এই ছবিতে ফুটে উঠবে। শুভশ্রী ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী, অনন্যা বন্দ্যোপাধ্যায়, রেশমি সেন প্রমুখ। ছবিটির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাসগুপ্ত।