ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এবার নতুন রূপে হাজির হচ্ছেন পর্দায়। আসছে তার নতুন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’, যেখানে তিনি অভিনয় করেছেন এক ক্রাইম জার্নালিস্ট অনুমিতার চরিত্রে। অদিতি রায়ের পরিচালনায় তৈরি এই সিরিজটি মুক্তি পাবে আগামী ৭ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম হইচই-তে।

সিরিজটির গল্প আবর্তিত হয়েছে এক মহিলা সংশোধনাগারকে কেন্দ্র করে। সেখানে পুরুষের প্রবেশাধিকার না থাকা সত্ত্বেও একাধিক বন্দি নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন, আর এই রহস্যের অনুসন্ধানে নেমে পড়েন সাংবাদিক অনুমিতা। এই সাহসী চরিত্রে অভিনয় নিয়ে শুভশ্রী বলেন, “আমি সত্যিই খুশি যে এ রকম সাহসী চরিত্রে আমাকে ভাবা হয়েছে। এই বিষয়টা নিয়ে সমাজে আরও আলোচনা হওয়া দরকার। আমরা শিল্পী, তাই আমাদের প্রতিবাদের ভাষাটাও একটু ভিন্ন।”

এদিকে সিরিজের প্রচারণার মধ্যেই ‘লেডি সুপারস্টার’ তকমা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন শুভশ্রী। প্রায়শই গণমাধ্যম ও অনুরাগীদের পক্ষ থেকে তাকে ‘লেডি সুপারস্টার’ বলে সম্বোধন করা হয়। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমাকেই অনেকে লেডি সুপারস্টার বলেন। কিন্তু শুধুই সুপারস্টার বলতে কোনও অভিনেত্রীকে কখনও শুনেছেন? এটাও আমাদের মাইন্ডসেট, যা হয়তো ধীরে ধীরে বদলাবে।”

‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ প্রশংসিত অভিনয়ের পর নতুন সিরিজ ‘অনুসন্ধান’-এ শুভশ্রীকে দেখা যাবে আরও শক্তিশালী ও ব্যতিক্রমী চরিত্রে। দর্শকের কাছে এটি হতে পারে তার ক্যারিয়ারের আরেকটি মাইলফলক।