শুভ জন্মদিন 'ভিলেন' অর্জুন! 'ধুরন্ধর'-এর আগে কাঁপানো সেরা ৫ নেতিবাচক চরিত্র
আজ বুধবার, ২৬ নভেম্বর। ৫৩ পূর্ণ করলেন অভিনেতা অর্জুন রামপাল। বয়সটা তাঁর কাছে যেন 'জাস্ট আ নাম্বার'! পর্দায় তিনি নায়ক হন বা খলনায়ক, অর্জুনকে দেখে আজও মহিলাদের হার্টবিট বাড়ে, এমনটাই দাবি তাঁর ফ্যানমহলের। সম্প্রতি তাঁর আসন্ন ছবি 'ধুরন্ধর'-এর প্রচার ঝলক মুক্তি পেয়েছে। আর তাতে আইএসআই অধিকারিকের চরিত্রে তাঁর 'দানবিক অত্যাচার' দেখে শিউরে উঠেছে দর্শক। বিতর্ক এবং কৌতূহল দুটোই তৈরি হয়েছে এই চরিত্রটি নিয়ে।
এই পরিস্থিতিতে ফিরে দেখা যাক, অর্জুন রামপাল তাঁর দুর্দান্ত 'লুকস' আর শীতল চাহনি দিয়ে কোন কোন নেতিবাচক চরিত্রে সত্যিই 'ধুরন্ধর' হয়ে উঠেছিলেন।
২০০৭ সালের মুকেশ মেহরা ''ওম শান্তি ওম'' ছবিতে দীপিকা পাড়ুকোনের উপর 'অত্যাচার'-এর কথা বলিউডপ্রেমীরা হয়তো ভুলতে পারবেন না! এক নামী প্রযোজক মুকেশ মেহরার চরিত্রে অর্জুন যেন 'পারফেক্ট ভিলেন' হয়ে উঠেছিলেন। শাহরুখ খান নায়ক হিসাবে হাততালি পেলেও, তাঁর শীতল চাহনি আর চরম স্বার্থপরতার জন্য অর্জুন দর্শকদের কাছ থেকে খানিক বেশি 'ঘৃণা' আর 'ভালোবাসা' দুটোই আদায় করে নিয়েছিলেন।
সুঠাম চেহারা আর নিখুঁত স্টান্ট! ২০১১ সালের ''রা. ওয়ান'' স্টাইলিশ 'সাইবার ভিলেন', যার প্রেমে পড়তে বাধ্য দর্শক। ছবিতে অর্জুন রামপালকে দেখে যে কোনও দর্শক ভিলেনের প্রেমে পড়তে বাধ্য। গোটা ছবি জুড়েই শাহরুখ খানের সঙ্গে সমানে টক্কর দিয়েছেন তিনি, কখনও হয়তো খানিক এগিয়েও গিয়েছেন। ছবিতে তাঁর নামেই ছবির নাম! শাহরুখ-করিনার অভিনয়কে একপাশে সরিয়ে তিনি যেন দর্শককে তাঁর দিকে নজর দিতে বাধ্য করেছিলেন। অর্জুনকে যেন 'ভিলেন' নয়, বরং বলা চলে 'ড্যাশিং ডেভিল'!
অরুণ গাউলি (ড্যাডি): গ্যাংস্টার থেকে রাজনীতিক, 'নিখুঁত ড্যাডি। এই ছবিতে অর্জুন যা করেছেন, তা রীতিমতো 'নেক্সট লেভেল'! ২০১৭ সালের এই ছবিতে তিনি অভিনয় করেন মুম্বইয়ের গ্যাংস্টার থেকে রাজনীতিক হয়ে ওঠা অরুণ গাউলির চরিত্রে। গ্যাংস্টারের চালচলন, কথাবার্তা, এমনকি অর্জুনের 'লুক' সবটাই ছিল নিখুঁত। তাঁর অভিনয় এমন সাবলীল ছিল যে ফিল্ম সমালোচকরাও প্রশংসা করতে বাধ্য হয়েছিলেন। যদিও বক্স অফিসে বিশেষ ফল হয়নি, তবে তাঁর এই 'ড্যাডি' পারফরম্যান্স আজও চর্চার বিষয়।
অনেকেই হয়তো জানেন না, ২০০৫ সালে ক্যাপ্টেন (এক অজনবী): ইনিই প্রথম 'নেগেটিভ' অর্জুন।এ ছবিতেই অর্জুনকে প্রথম নেতিবাচক চরিত্রে দেখা যায়। অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিতে তিনি কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছিলেন খোদ অমিতাভ বচ্চনের সঙ্গে। 'ক্যাপ্টেন'-এর চরিত্রে অর্জুন শুরুতে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সবার মন জয় করে নিলেও, শেষে বোঝা যায়,সে-ই যত নষ্টের গোড়া! হলিউডের 'ম্যান অন ফায়ার'-এর রিমেক এই ছবিতে তাঁর নেতিবাচক দিকটি প্রথমবার দেখেছিল দর্শক।
অর্জুন রামপাল প্রমাণ করেছেন, শুধু 'হ্যান্ডসাম হিরো' নয়, তিনি একজন ভার্সেটাইল অভিনেতা। এখন অপেক্ষা 'ধুরন্ধর'-এর। রণবীর সিংহের বিরুদ্ধে অর্জুনের আইএসআই অধিকারিকের চরিত্রটি বক্স অফিসে কতটা ঝড় তোলে, তা জানতে আর কিছুদিন অপেক্ষা করতেই হবে। তবে একটা বিষয় নিশ্চিত, এইবারও দর্শকদের কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য প্রস্তুত হ্যান্ডসাম হাঙ্ক অর্জুন রামপাল!