রাহুল আর শ্রদ্ধাকে ঘিরে প্রেমের গুঞ্জন অনেকদিন ধরেই চলছে। কখনও বিমানে পাশাপাশি বসে ভ্রমণ, কখনও আবার কোনো জমকালো বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে ছবি তোলায় ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।
ভারতের এক সংবাদমাধ্যম জানিয়েছে, সম্পর্ক নিয়ে তারা প্রকাশ্যে কিছু না বললেও নিয়মিত একসঙ্গে দেখা যাওয়ায় জল্পনা থামছে না। শ্রদ্ধা নাকি এবার এই সম্পর্কে নতুন পদক্ষেপ নিতে চাইছেন।
এর আগে আদিত্য রায় কাপুর এবং ফারহান আখতারের সঙ্গে শ্রদ্ধার প্রেমের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত কোনো সম্পর্কই স্থায়ী হয়নি। বিশেষ করে ফারহানের সঙ্গে সম্পর্কের বিষয়ে বাবা শক্তি কাপুরের আপত্তির কারণে সেই অধ্যায় শেষ হয়।
কিন্তু রাহুল মোদীর ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। জানা গেছে, কাপুর পরিবারের সদস্যরা রাহুলকে বেশ পছন্দ করেন। পরিবারের সম্মতি পাওয়ায় বিয়ের পথে এখন আর বড় কোনো বাধা নেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রদ্ধা যখন সরাসরি বিয়ের প্রসঙ্গে কথা বলেন, তিনি শুধু বলেছেন, “বিয়ে তো করবই।” তার এই ছোট কিন্তু স্পষ্ট মন্তব্য ভক্তদের মনে আশা জাগিয়েছে যে বিয়ের খবর শিগগিরই মিলতে পারে।