ড্যান্স ফ্লোরে পা হড়কে গিয়ে গুরুতর আঘাত পেয়েছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। কিংবদন্তী তামাশা শিল্পী ভিঠাবাইয়ের বায়োপিক, পরিচালক লক্ষ্মণ উটেকরের সঙ্গে শ্রদ্ধার বহু প্রতীক্ষিত ছবি 'ইথা'-র শ্যুটিং চলাকালীন এই ঘটনা ঘটেছে।
অভিনেত্রী শ্যুটিং সেটে এই শিল্পীর জনপ্রিয় লোকনৃত্য, লাবণী পরিবেশন করছিলেন। মিড-ডে-র প্রতিবেদন অনুসারে, নাচের সময় ৩৮ বছর বয়সী শ্রদ্ধা ভারসাম্য হারিয়ে ফেলেন, যার ফলে তাঁর বাঁ পায়ে চিড় (ফ্র্যাকচার) ধরেছে। এর জেরে নাসিকে ছবির শ্যুটিং বাতিল করা হয়েছে।
'ইথা' ছবির জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করেছেন শ্রদ্ধা কাপুর। ভিঠাবাইয়ের চরিত্রে ফুটিয়ে তুলতে তিনি অক্লান্ত পরিশ্রম করছেন। কিন্তু লাবণী নাচের একটি সিকোয়েন্স চলাকালীন আচমকা এই দুর্ঘটনার কারণে তাঁর সেই কঠোর পরিশ্রমে আপাতত ছেদ পড়েছে। একটি সূত্রের খবর, "লাবণী সঙ্গীতের বৈশিষ্ট্যই হল এর দ্রুত তাল এবং দ্রুত গতি। অজয়-অতুল এর সুরারোপিত এই নাচের দৃশ্যে শ্রদ্ধাকে একটি জমকালো নৌওয়ারি শাড়ি, ভারি গয়না এবং কমরপটটা পরে ঢোলকির তালে একাধিক স্টেপ করতে হচ্ছিল।
ছোট ভিঠাবাইয়ের চরিত্রে মানানসই হতে অভিনেত্রীকে প্রায় ১৫ কেজি ওজন বাড়াতে হয়েছে। নাচের এক পর্যায়ে ভুলবশত তিনি বাঁ পায়ের ওপর পুরো ভর দিয়ে ফেলেন এবং ফলস্বরূপ ভারসাম্য হারান।তবে এই আঘাতেও হার মানতে নারাজ শ্রদ্ধা এবং 'ইথা' টিম। শোনা যাচ্ছে, শ্যুটিং-এর যে সময় নষ্ট হয়েছে, তা পুষিয়ে নিতে অভিনেত্রী নিজেই কিছু বিকল্প শ্যুটিং-এর প্রস্তাব দিয়েছেন। তিনি প্রযোজনা সংস্থাকে অনুরোধ করেন যেন দ্রুত শ্যুটিং-এর সময়সূচী পরিবর্তন করে ক্লোজ-আপ শটগুলো আগে নেওয়া হয়।
মুম্বাই ফিরে আসার পর তারা মাধ আইল্যান্ডের একটি সেটে শ্যুটিং শুরু করেন, যেখানে শ্রদ্ধা কিছু আবেগপ্রবণ দৃশ্যের শট নেন। তবে, দু'দিন পরেই তাঁর ব্যথা বেড়ে যাওয়ায় শ্যুটিং বন্ধ করতে হয়। পুরোপুরি সেরে উঠলে, দুই সপ্তাহ পর ইউনিট আবার একসঙ্গে কাজ শুরু করবে।
তাঁকে শেষবার 'স্ত্রী ২: সার্কটে কা আতঙ্ক'-এ দেখা গিয়েছিল।