শ্রদ্ধা দাস দেড় দশকের যাত্রায় পাঁচটি ভাষার ছবিতে কাজ করেছেন। তেলেগু, কন্নড়, মালয়ালমের পাশাপাশি বাংলা সিনেমাতেও তার উপস্থিতি নজর কেড়েছে।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘বাদশা’তে তিনি অভিনয় করেন সাত বছর আগে। জিৎ ও নুসরাত ফারিয়ার সঙ্গে ওই ছবিতে তার একটি ঘনিষ্ঠ দৃশ্য আর বিকিনি লুক নিয়ে ঢাকায় বেশ তোলপাড় হয়েছিল। মুম্বাইয়ের এক বাঙালি পরিবারে জন্ম নেওয়া শ্রদ্ধার বাবা ব্যবসায়ী, মা গৃহিণী।

২০০৮ সালে তেলেগু ছবি ‘সিদ্দু ফ্রম সাইকাকুলাম’ দিয়ে বড় পর্দায় তার শুরু। ডেবিউর পরপরই ছয়টি ছবিতে কাজ করে নিজের অবস্থান পাকাপোক্ত করেন। করপোরেট কর্মী থেকে সাইকো প্রেমিকা, আবার কখনো দৃঢ় মেজাজের পুলিশ বাঁধাধরা চরিত্রের বাইরে গিয়েই বারবার চমকে দিয়েছেন তিনি। ‘দিল তো বাচ্চা হ্যায় জি’, ‘সনম তেরি কসম’ এবং ‘বাবুমশাই বন্দুকবাজ’ তাকে আরও পরিচিতি এনে দেয়।

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘খাকি চ্যাপ্টার ওয়ান’ ও ‘চ্যাপ্টার টু’-তেও আছেন তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে জিও হটস্টারের ‘সার্চ: দ্য নায়না মার্ডার কেস’-এ, যেখানে তিনি রক্ষা পাতিল নামে এক তরুণীর ভূমিকায় এক রাজনৈতিক নেতার গোপন ভালোবাসা। এই কাজই এখন তাকে নতুন করে আলোচনায় এনেছে।