চিরসবুজ হিন্দি ক্লাসিক ‘শোলে’ আবার বড়পর্দায় ফিরছে একেবারে নতুন রূপে। ‘শোলে: দ্য ফাইনাল কাট’ নামে ছবিটি ফের মুক্তি পেতে চলেছে, যেখানে প্রথমবারের মতো দর্শকরা দেখতে পাবেন এর সম্পূর্ণ আনকাট সমাপ্তি।
রমেশ সিপ্পি পরিচালিত এবং সেলিম-জাভেদ রচিত এই অ্যাকশন ড্রামায় কেন্দ্রীয় চরিত্রে ছিলেন ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন ও হেমা মালিনী। ছবিটির দৈর্ঘ্য ৩ ঘণ্টা ১৮ মিনিট, আর পুনঃমুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর, ২০২৫। প্রযোজনা সংস্থা সিপ্পি ফিল্মস এই বিশেষ পুনঃমুক্তির দায়িত্বে রয়েছে।
ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম মাইলফলক হিসেবে পরিচিত ‘শোলে’ এবার প্রদর্শিত হবে আধুনিক ৪কে রেজোলিউশন ও ডলবি ৫.১ সাউন্ডে। সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবেই দর্শকদের সামনে আনা হচ্ছে ছবিটির মূল আনকাট সংস্করণ, যা এতদিন বড়পর্দায় দেখানো হয়নি।
বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই মুক্তি আসছে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণের অল্প সময়ের মধ্যেই। ‘বীরু’ চরিত্রে তাঁর আইকনিক অভিনয় আজও অসংখ্য দর্শকের মনে অমলিন। তাই এই পুনঃপ্রদর্শন শুধুই একটি সিনেমা দেখা নয়, বরং স্মৃতি, নস্টালজিয়া ও আবেগে ভর করা এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠতে চলেছে।