অনুমতি ছাড়া নাম-ছবি বাণিজ্যিকভাবে ব্যবহার ও বিকৃত কনটেন্ট ছড়ানোর অভিযোগে মাস দুয়েক আগে বচ্চন দম্পতি (ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চন) আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এবার সেই একই অভিযোগে আইনি পথে হাঁটলেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি।
ব্যক্তিত্ব সুরক্ষার অধিকার রক্ষায় সম্প্রতি বম্বে হাইকোর্টে একটি মামলা করেছেন শিল্পা। এই মামলায় বেশ কয়েকটি ওয়েবসাইট, ২৭ জন ব্যক্তি এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
অভিনেত্রীর আইনজীবী সানা রঈস খান এই বিষয়ে নিশ্চিত করে বলেন, "দশকের পর দশক কঠোর পরিশ্রম করে শিল্পা শেঠি তার পরিচিতি গড়ে তুলেছেন। কোনো ব্যক্তি বা সংস্থা তার সম্মতি ছাড়া নাম, ছবি বা পরিচিতি বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারে না।" তিনি আরও স্পষ্ট করেন যে এই অননুমোদিত ব্যবহার শিল্পার মর্যাদা ও সুনামকে আঘাত করছে। কারো পরিচিতি বাণিজ্যিকভাবে ব্যবহার করা আইনত অপরাধ, তাই তাঁরা আদালতের কাছে এই অপব্যবহার বন্ধ করার আবেদন জানিয়েছেন।
শিল্পা শেঠির মূল অভিযোগ হলো, বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে অনুমতি ছাড়াই ব্যাপকভাবে তার পরিচিতি ব্যবহার করা হচ্ছে। বহু ভুয়া ওয়েবসাইট নিজেদের অফিশিয়াল প্ল্যাটফর্ম দাবি করে শিল্পার নাম-ছবি ব্যবহার করছে। শুধু পরিচিত সাইট নয়, অসংখ্য অজানা ওয়েবসাইটেও তার নাম-ছবি দিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে। এর পাশাপাশি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে নির্মিত অভিনেত্রীর বিকৃত ছবি ও ভিডিও অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ছে, যা তাঁর ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই শিল্পা ও তার স্বামী রাজ কুন্দ্রাকে বিভিন্ন আইনি জটিলতায় জড়াতে হচ্ছে। পর্নকাণ্ডে রাজ কুন্দ্রা জেলও খেটেছেন। পরে তাদের বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগও ওঠে, যার জেরে বম্বে হাইকোর্ট তাদের বিদেশ ভ্রমণ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়। নতুন এই মামলা ফের বলিউড ডিভাকে খবরের শিরোনামে নিয়ে এল।