বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির জন্য বর্তমান সময়টা বেশ চ্যালেঞ্জিং যাচ্ছে। একদিকে স্বামী রাজ কুন্দ্রাসহ ৬০ কোটি রুপির প্রতারণা মামলায় আইনি জটিলতায় জড়িয়ে দেশ ছাড়ার নিষেধাজ্ঞার মুখে পড়েছেন তিনি, অন্যদিকে যুক্ত হয়েছে নতুন এক যন্ত্রণা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর কণ্ঠস্বর ও চেহারা নকল করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে একাধিক বিকৃত ও ভুয়া ছবি এবং ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় নিজের ব্যক্তিগত নিরাপত্তা ও সম্মান রক্ষার তাগিদে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন।
বিকৃত ছবি ও ভিডিওর হাত থেকে মুক্তি পেতে গত শুক্রবার বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হন শিল্পা শেঠি। তাঁর অভিযোগ ছিল, অনুমতি ছাড়া এআই প্রযুক্তি ব্যবহার করে তাঁর নামে বিভ্রান্তিকর কনটেন্ট ও ভিডিও তৈরি করে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার করা হচ্ছে। বিষয়টি পর্যালোচনার পর আদালত ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওগুলোকে অত্যন্ত বিরক্তিকর ও মর্মান্তিক বলে মন্তব্য করে। শিল্পা আদালতকে জানান যে, এই ধরনের বিকৃত কনটেন্টের কারণে সাধারণ মানুষের কাছে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
শিল্পার আর্জি শোনার পর বোম্বে হাইকোর্ট অবিলম্বে সব বিকৃত ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। বিচারপতির পর্যবেক্ষণে বলা হয়েছে, কারও ব্যক্তিগত ছবি বা ভিডিও ব্যবহার করে এভাবে হেনস্তা করা একটি দণ্ডনীয় অপরাধ। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, কোনো ব্যক্তি বা সংস্থার এভাবে অন্যের জীবন অতিষ্ঠ করার অধিকার নেই। একই সাথে যেসব ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম এই অপরাধের সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।