বলিউড অভিনেত্রী শেহনাজ গিল নামটি শুনলেই মনে পড়ে ‘বিগ বস ১৩’-এর সেই হাসিখুশি, প্রাণবন্ত প্রতিযোগী মুখটির কথা। তবে সম্প্রতি এক একান্ত সাক্ষাৎকারে তিনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে এমন এক মন্তব্য করেছেন, যা তাঁর ভক্তকুলের মনে দ্বিধার সৃষ্টি করেছে। শেহনাজ জানিয়েছেন, সম্ভবত তিনি কখনোই বিয়ে করবেন না!

তাঁর এই সিদ্ধান্তের পিছনে লুকিয়ে আছে নারীর স্বাধীনতা এবং জীবনের নিরাপত্তার এক গভীর ভাবনা। শেহনাজের মতে, বিয়ে এবং সংসার মানে একজন পুরুষের সঙ্গে আজীবন কাটানোর এক বিরাট সিদ্ধান্ত, যা একজন নারীর জীবনে অত্যন্ত গভীর প্রভাব ফেলতে পারে। তিনি সরাসরি সতর্ক করে বলেছেন, সঙ্গী নির্বাচন যদি ভুল হয়, তাহলে নারীর জীবন 'নরক'-এ পরিণত হতে পারে!

দ্বিধা ও অতীত সম্পর্কের ছায়া

বিয়ে নিয়ে শেহনাজের এই দ্বিধার সঙ্গে তাঁর অতীত ব্যক্তিগত জীবনকে মেলাতে চান তাঁর অনুরাগীরা। ‘বিগ বস’-এ থাকাকালীন প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অনেকেই মনে করেন, ২০২১ সালে সিদ্ধার্থের অকালমৃত্যু না হলে হয়তো আজ শেহনাজের জীবন অন্যরকম হতো। শেহনাজ সরাসরি সিদ্ধার্থের কথা স্বীকার না করলেও, এটা স্পষ্ট যে জীবনের কোনো গভীর অভিজ্ঞতা থেকেই তাঁর মনে এই দ্বিমুখী ভাবনা জন্ম নিয়েছে।

পর্দার গল্প আর ব্যক্তিগত জীবন

বর্তমানে শেহনাজ তাঁর ছবি ‘ইক্কি কুঁড়ি’-র প্রযোজক হিসেবেও কাজ করছেন। কাকতালীয়ভাবে, এই ছবির নারী চরিত্রটিও জীবনে বহু লড়াইয়ের পর সঠিক জীবনসঙ্গী খুঁজে পান। শেহনাজ যুক্তি দেখিয়েছেন, বিয়ে বা সংসার কেবল সামাজিক অনুমোদন নয়, বরং জীবনকে নিরাপদ ও সার্থকভাবে পরিচালনার এক বিরাট দায়িত্ব। তাই তাঁর মতে, নারীর উচিত ভেবেচিন্তে এমন সিদ্ধান্ত নেওয়া, যেখানে ব্যক্তিগত স্বাধীনতা এবং সুখের কোনো আপস হবে না।

তবে শেহনাজ একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেননি। তিনি স্পষ্ট করে বলেছেন, তিনি কোনো পক্ষপাতী নন, অর্থাৎ আজকের এই ‘না’ ভবিষ্যতে ‘হ্যাঁ’-তে পরিবর্তিত হতেই পারে! পরিস্থিতি এবং জীবনে আসা পরিবর্তন তাঁর সিদ্ধান্তেও পরিবর্তন আনতে পারে।

শেহনাজ গিলের এই বক্তব্যটি কেবল একজন অভিনেত্রীর ব্যক্তিগত মতামত নয়, বরং অনেক আধুনিক নারীর মনের গভীরে থাকা ভাবনাটিরই প্রতিচ্ছবি, যেখানে জীবনের সুরক্ষা ও ব্যক্তিগত স্বাধীনতাকে সামাজিক রীতির চেয়ে বেশি মূল্য দেওয়া হয়।