শাকিব খান এখন দারুণ সময় পার করছেন ক্যারিয়ারে। নতুনভাবে পর্দায় ফিরে একের পর এক হিট দিচ্ছেন, আর প্রতিবারই দর্শকদের চমকে দিচ্ছেন ভিন্নভাবে।

সম্প্রতি তার নতুন ছবি ‘সোলজার’-এর লুক প্রকাশ পায় অনলাইনে, যা নিয়ে বেশ আলোচনা হয়। এবার সেই লুক নিয়েই সরাসরি উপস্থিত হলেন তিনি।

শুক্রবার সকালে রাজধানীর বনানীতে এক প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনে হাজির হন শাকিব খান। তার আগমনের খবরে সেখানে ভিড় জমায় শত শত দর্শক। সবাই একসঙ্গে চিৎকার করে ডাকতে থাকে, শাকিব খান! শাকিব খান!

নায়কও তাদের ভালোবাসার জবাব দিয়েছেন নিজের মতো করে ভবনের নিচে নেমে হাত নেড়ে সাড়া দেন ভক্তদের।

এখন তিনি ব্যস্ত সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে, যেখানে তার সহশিল্পী তানজিন তিশা। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর।