ভারতের আইকনিক ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা নিয়ে শুরু থেকেই ছিল বড় পরিকল্পনা। প্রথমে ঠিক হয়েছিল, ‘ডন থ্রি’তে মূল চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। সেই অনুযায়ী প্রস্তুতিও চলছিল। কিন্তু শেষ মুহূর্তে ছবি থেকে সরে দাঁড়ান তিনি। এরপর থেকেই প্রশ্ন, এই আইকনিক চরিত্রে তাহলে কে আসছেন? চলমান জল্পনার মধ্যেই এবার নতুন করে আলোচনায় শাহরুখ খান।
‘ডন’ হয়ে ফেরার সম্ভাবনা শাহরুখের
টেলিচক্করের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডন থ্রি’তে নিজের চরিত্রে ফিরতে নাকি রাজি হয়েছেন শাহরুখ খান। তবে একটি শর্তে। তাঁর প্রস্তাব, ছবির সঙ্গে যুক্ত করতে হবে ‘জওয়ান’-এর পরিচালক অ্যাটলি কুমারকে। শাহরুখের মতে, এতে ছবির পরিসর ও দর্শকের আগ্রহ আরও বাড়বে। যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। সবকিছু নির্ভর করছে পরিচালক ফারহান আখতারের সিদ্ধান্তের ওপর।
‘ডন’ ফ্র্যাঞ্চাইজির পথচলা
১৯৭৮ সালে অমিতাভ বচ্চনের হাত ধরে শুরু হয় ‘ডন’ চরিত্রের যাত্রা। পরে ২০০৬ সালে ‘ডন: দ্য চেজ বিগিনস এগেইন’ এবং ২০১১ সালে ‘ডন ২: দ্য কিং ইজ ব্যাক’-এ একই চরিত্রে নতুন মাত্রা যোগ করেন শাহরুখ খান। দুই ছবিই পরিচালনা করেছিলেন ফারহান আখতার।
গত বছর ‘ডন থ্রি’র ঘোষণা আসে এবং তখন শাহরুখের জায়গায় রণবীর সিংকে নেওয়ার কথা জানানো হয়। তবে পিংকভিলার প্রতিবেদন অনুযায়ী, রণবীর সিং সঞ্জয় লীলা বানসালি, লোকেশ কঙ্গরাজ ও অ্যাটলির মতো পরিচালকদের সঙ্গে কাজ করতে আগ্রহী ছিলেন। পাশাপাশি ‘ধুরন্ধর’ দিয়ে গ্যাংস্টার ঘরানায় ইতিমধ্যেই নিজের অবস্থান তৈরি করায় তিনি টানা একই ধরনের চরিত্রে অভিনয় করতে চাননি।
‘ডন থ্রি’র বর্তমান চিত্র
রণবীরের পাশাপাশি ছবিটি ছেড়েছেন কিয়ারা আদভানিও। তাঁর জায়গায় কৃতি শ্যাননকে নেওয়া হতে পারে বলে শোনা গেলেও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। খলনায়কের চরিত্রে বিক্রান্ত ম্যাসি ও বিজয় দেবরাকোন্ডাকে প্রস্তাব দেওয়া হলেও দুজনই তা নাকচ করেছেন। একের পর এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের কারণে আপাতত অনিশ্চয়তার মধ্যেই রয়েছে ‘ডন থ্রি’।