২০২১ সালের অক্টোবরে আরিয়ান খানের গ্রেপ্তার ছিল বলিউড তারকা শাহরুখ খানের জীবনের এক কঠিন সময়। সেই সময় মাদক মামলায় ছেলেকে জামিনে মুক্ত করতে তিনি এতটাই মরিয়া হয়ে উঠেছিলেন যে, সাবেক অ্যাটর্নি জেনারেল ও আইনজীবী মুকুল রোহতগিকে মুম্বাইয়ে আনার জন্য তাকে ব্যক্তিগত উড়োজাহাজের প্রস্তাবও দিয়েছিলেন।
আইনজীবীর স্ত্রীর কাছে শাহরুখের অনুরোধ
সম্প্রতি রিপাবলিক টিভির এক অনুষ্ঠানে মুকুল রোহতগি নিজেই সেই সময়ের কথা স্মরণ করেন। তিনি জানান, যখন আরিয়ানের মামলা লড়ার জন্য তাকে অনুরোধ করা হয়, তখন তিনি যুক্তরাজ্যে ছুটিতে ছিলেন এবং ছুটি ছেড়ে আসতে রাজি ছিলেন না। এরপর শাহরুখ নিজে তাকে ফোন করেন।
রোহতগি বলেন, শাহরুখ তখন তাকে বলেন, "আমি কি আপনার স্ত্রীর সঙ্গে কথা বলতে পারি?" এরপর তিনি রোহতগির স্ত্রীকে ফোন করে বলেন, "এটা কেবল একটি ক্লায়েন্টের মামলা নয়, আমি একজন বাবা।" এই আবেগঘন অনুরোধে রোহতগির স্ত্রী তাকে মামলাটি লড়তে রাজি করান।