শাহিদ কাপুরের নতুন সিনেমা ‘ও রোমিও’ মুক্তির আগে থেকেই আলোচনায় রয়েছে। বিশাল ভরদ্বাজের পরিচালনায় নির্মিত এ ছবি নিয়ে কৌতূহলের কেন্দ্রে এখন তৃপ্তি দিমরি। ইতিমধ্যে প্রকাশিত পোস্টার ও টিজারে তার সংক্ষিপ্ত উপস্থিতিই দর্শকের নজর কেড়েছে বেশি।

টিজারে দেখা যায়, নারী প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি। তার চোখে-মুখে ধরা পড়েছে দুঃখ, নীরব যন্ত্রণা ও অপ্রকাশিত ভালোবাসার প্রকাশ। দর্শকের ধারণা, গল্পের আবেগঘন কেন্দ্রবিন্দুতে থাকছে এই চরিত্রই। শেকসপিয়র-অনুপ্রাণিত এই প্রেমকাহিনিতে তৃপ্তিকে একটি নির্যাতিত প্রেমিকার চরিত্রে পাওয়া যাবে, যার ভালোবাসা নায়ককে প্রতিশোধের পথে ধাবিত করে। টিজারের ইঙ্গিত অনুযায়ী, সম্পর্কের ভাঙন, উন্মত্ততা ও প্রতিহিংসা শাহিদের চরিত্রকে ঘিরেই আবর্তিত হবে।

‘বুলবুল’, ‘কলা’ ও ‘কিউএলএম’-এ ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন তৃপ্তি দিমরি। সমালোচকদের মতে, ‘ও রোমিও’ তার ক্যারিয়ারে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে ধরা দিচ্ছে।

এটি শাহিদ কাপুর ও বিশাল ভরদ্বাজের চতুর্থ যৌথ কাজ। সিনেমায় আরও অভিনয় করেছেন অবিনাশ তিওয়ারি, ফরিদা জালাল, নানা পাটেকার ও দিশা পাটানি। ‘ও রোমিও’ মুক্তির সম্ভাব্য তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৬।