হলিউডের বিশ্ববিখ্যাত গুপ্তচর চরিত্র জেমস বন্ড (০০৭) চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে বিশ্বজুড়ে গুঞ্জন চলছে। সাম্প্রতিক সময়ে সেই গুঞ্জনে নাম জড়িয়েছে বলিউডের সুপারস্টার শাহরুখ খানের। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ফ্যানপেজ পর্যন্ত সবখানেই ভক্তদের মনে প্রশ্ন, তবে কি এবার বলিউডের 'বাদশাহ' বন্ডের স্যুট গায়ে চাপিয়ে আন্তর্জাতিক অ্যাকশন দৃশ্যে ঝড় তুলবেন? এই জল্পনার মধ্যেই অবশেষে মুখ খুললেন কিং খান নিজে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শাহরুখ খান ইদানীং বেশ কয়েকটি অ্যাকশনধর্মী চলচ্চিত্রে অভিনয় করেছেন। তারই পরিপ্রেক্ষিতে লন্ডনে একটি অনুষ্ঠানে তাঁকে সরাসরি প্রশ্ন করা হয়, পরবর্তী জেমস বন্ডের ভূমিকায় তাঁকে দেখা যাবে কি না। উত্তরে শাহরুখ খান স্পষ্ট জানিয়ে দেন, তাঁর জেমস বন্ড হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, “না, আমার উচ্চারণ ওর মতো নয়। ওর পছন্দের পানীয়ও আমার পছন্দ নয়। আর সত্যি বলতে, আমি তেমন বেশি লড়াকু ছবিতে কাজ করিনি।” এই প্রসঙ্গে ওই অনুষ্ঠানে উপস্থিত অভিনেত্রী কাজলের দিকে ইঙ্গিত করে মজা করে শাহরুখ আরও যোগ করেন, “কাজল আমার জীবনে থাকায় তো প্রেমের ছবিই করেছি বেশি। বিপরীতে কাজল থাকলে লড়াইয়ের ছবি করা যায় না।”

আলোচনা চলাকালীন কাজল অবশ্য মনে করিয়ে দেন যে শাহরুখ শুধু তাঁর সঙ্গেই নন, আরও অনেক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন। জবাবে শাহরুখ সঙ্গে সঙ্গে স্বীকার করে নেন, “ঠিক, তবে যেসব ছবিতে আমরা সবচেয়ে জনপ্রিয় হয়েছি, সেগুলোর নায়ক-নায়িকা আমরা দুজনে।” উল্লেখ্য, সম্প্রতি শাহরুখ-কাজলের জনপ্রিয় ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ (ডি ডি এল জে)-এর প্রতি শ্রদ্ধা জানাতে লন্ডনের ব্যস্ততম লেস্টার স্কোয়ারে তাঁদের মূর্তির স্থায়ীভাবে স্থাপন করা হয়েছে। এই মূর্তিটি কেবল ছবির প্রতি শ্রদ্ধা নয়, বরং ভারতীয় সিনেমার বিশ্বমঞ্চে দীর্ঘ ও শক্তিশালী প্রভাবের প্রতীক হয়ে রইল।

এই নতুন ল্যান্ডমার্কের উদ্বোধনী আয়োজনে শাহরুখ ও কাজলের উপস্থিতি অনুরাগীদের মধ্যে এক বিশেষ আবেগের সৃষ্টি করে। লন্ডনের এই আকর্ষণীয় স্থানটি এখন পর্যটক, সিনেমাপ্রেমী ও ভক্তদের জন্য এক নতুন ঠিকানা, যেখানে দাঁড়িয়ে অনায়াসেই ফিরে যাওয়া যায় সেই চিরকালীন প্রেমের জাদুকরী মুহূর্তে।