সৌদি আরবের রিয়াদে আয়োজিত ‘জয় অ্যাওয়ার্ডস ২০২৬’-এ বলিউড বাদশা শাহরুখ খানের উপস্থিতি সম্প্রতি নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই তারকাখচিত অনুষ্ঠানে শাহরুখ যখন মিশরীয় অভিনেত্রী আমিনা খলিলের সঙ্গে মঞ্চে সঞ্চালনা করছিলেন, তখন দর্শক সারিতে থাকা জনপ্রিয় তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলকে সেই মুহূর্তটি ফোনে রেকর্ড করতে দেখা যায়। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর শাহরুখের ভক্তরা দাবি করতে শুরু করেন যে, তুর্কি সুন্দরী হান্দেও বুঝি কিং খানের একজন বড় ভক্ত বা ‘ফ্যানগার্ল’।

তবে ভক্তদের এই উন্মাদনায় জল ঢেলে দেয় হান্দে এরচেলের নামে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট। সেখানে দেখা যায়, মঞ্চের ভিডিওর দিকে ইঙ্গিত করে অভিনেত্রী লিখেছেন, ‘এই কাকু কে? আমি তো আমার বন্ধু আমিনা খলিলের ছবি তুলছিলাম, আমি তাঁর (শাহরুখ) ভক্ত নই! দয়া করে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করুন।’ বিশ্বনন্দিত এই অভিনেতাকে চিনতে না পারা এবং তাঁকে ‘কাকু’ বলে সম্বোধন করায় শাহরুখের অনুরাগী মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং তাঁরা ক্ষোভে ফেটে পড়েছেন।

সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে তুমুল বিতর্ক শুরু হলেও অনেকেই স্ক্রিনশটটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেক নেটিজেনের মতে, এটি সম্ভবত এআই বা ফটোশপের মাধ্যমে তৈরি কোনো ভিত্তিহীন বা ভুয়া ছবি, কারণ হান্দের প্রোফাইলে বর্তমানে এমন কোনো পোস্টের অস্তিত্ব নেই। এই স্পর্শকাতর বিষয়ে এখন পর্যন্ত হান্দে এরচেল কিংবা শাহরুখ খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, ফলে জয় অ্যাওয়ার্ডসকে কেন্দ্র করে শুরু হওয়া এই রহস্যময় বিতর্ক এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।