রাজস্থানের ভরতপুরে একটি গাড়ি প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে ‘ক্রেতাদের বিভ্রান্ত’ করার অভিযোগে অভিনেতা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আপাতত স্বস্তি মিলেছে। আদালত এই মামলার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছেন।

সম্প্রতি এক নামী গাড়ি প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার জন্য শাহরুখ ও দীপিকার বিরুদ্ধে স্থানীয় এক ব্যক্তি প্রতারণার অভিযোগ এনেছিলেন। ওই ব্যক্তির দাবি, দুই তারকার বিজ্ঞাপন দেখে তিনি ওই ব্র্যান্ডের একটি গাড়ি কেনেন। কিন্তু গাড়িটিতে একাধিক প্রযুক্তিগত ত্রুটি থাকায় তিনি আর্থিকভাবে ক্ষতির শিকার হন। তিনি অভিযোগ করেন যে, তার কেনা গাড়িটি ত্রুটিপূর্ণ ছিল এবং এই দুই তারকার বিজ্ঞাপন গ্রাহকদের বিভ্রান্ত করেছে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহরুখ ও দীপিকা উভয়েই তাদের আইনজীবীদের মাধ্যমে রাজস্থান হাইকোর্টে এফআইআর বাতিলের আবেদন করেন। তারা যুক্তি দেন যে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাদের ভূমিকা সীমিত এবং কোনো পণ্যের মানের জন্য তাদের দায়ী করা যায় না। শাহরুখ খানের আইনজীবী কপিল সিব্বল বলেন, "এই ত্রুটির জন্য অভিনেতাকে দায়ী করা যাবে না। বিজ্ঞাপন করা মানেই যে সব দায় তাঁদের, এমনটা নয়।"

দীপিকা পাড়ুকোনের আইনজীবী মাধব মিত্রও একই ধরনের যুক্তি দিয়ে বলেন, একটি পণ্যের মান নিয়ন্ত্রণে তার মক্কেলের কোনো ভূমিকা নেই।

একটি সূত্র অনুযায়ী, অভিযোগকারী ব্যক্তি প্রায় তিন বছর ধরে গাড়িটি ব্যবহার করছিলেন এবং অভিযোগ দায়ের করার আগেই তিনি ৬৭ হাজার কিলোমিটারের বেশি গাড়িটি চালিয়েছিলেন। এ কারণে শাহরুখ ও দীপিকার আইনজীবীরা পাল্টা যুক্তি দিয়ে বলেন, যদি তার কোনো অভিযোগ থাকত, তাহলে তার আরও আগে আদালতে যাওয়া উচিত ছিল।