আগামী ২ নভেম্বর বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। প্রতি বছর এই দিনটিতে বান্দ্রার সমুদ্রতীরের সাদা বাংলো ‘মান্নাত’-এর সামনে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়। কিন্তু কয়েক মাস আগে শাহরুখ সপরিবারে আলিবাগের ভাড়া বাড়িতে উঠেছেন। তাই অনুরাগীদের মনে প্রশ্ন জাগে এবার জন্মদিনে কি ‘মান্নাত’-এর বারান্দায় দেখা মিলবে তার?

এই জল্পনার মাঝেই ভক্তদের অপেক্ষার অবসান ঘটালেন শাহরুখ নিজেই। ‘এক্স’-এ এক অনুরাগী সরাসরি প্রশ্ন করেন, “স্যার, এ বছর মান্নাতে অনুরাগীদের দেখা দিতে আসবেন?” উত্তরে শাহরুখ হেসে বলেন, “হ্যাঁ, অবশ্যই আসব। শুধু এবার হয়তো শক্ত একটা টুপি পরতে হবে।”

প্রতি বছরই জন্মদিনে ‘মান্নাত’-এর বাইরে জড়ো হন হাজারো ভক্ত, শুধু প্রিয় তারকাকে একঝলক দেখার আশায়। বারান্দায় এসে শাহরুখ কখনো হাত নেড়ে, কখনো উড়ন্ত চুমু ছুড়ে, আবার কখনো দুই হাত মেলে তার বিখ্যাত পোজে সবাইকে অভিবাদন জানান। কয়েক মিনিটের সেই মুহূর্তই ভক্তদের কাছে উৎসবের চেয়ে কম নয়।

এদিকে খবর এসেছে, জন্মদিনের দিনই প্রকাশ পাবে শাহরুখের পরবর্তী ছবি ‘দ্য কিং’ এর প্রথম টিজার।