ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। টেলিভিশন বিজ্ঞাপন দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করলেও, ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে তিনি পরিচিত মুখে পরিণত হন। এরপর একের পর এক জনপ্রিয় নাটক ও টেলিফিল্মে অভিনয় করে দর্শকদের মন জয় করেন এই তারকা।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়। সম্প্রতি শ্রীলঙ্কা ভ্রমণের কিছু ছবি শেয়ার করে নেটিজেনদের নজরে আসেন ফারিয়া। তবে তার পরিধানের পোশাক ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
ছবিগুলোতে দেখা যায়, কালো টি-শার্ট ও ছোট প্যান্ট পরে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন তিনি। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হলে অনেকে সমালোচনার বন্যায় ভাসান মন্তব্য বাক্সে। কেউ কেউ বলেন, “দেশে থাকলে ভণ্ডামি করে,” আবার কেউ লেখেন, “আপা দেখি হাফ প্যান্ট পরে।” এমনকি একজন নেটিজেন মন্তব্য করেন, “এই হইছে এদের আসল পরিচয়, এদের নষ্টামি দেখলে বাকিটা ইতিহাস।”