ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি নিয়মিতভাবে নাটক, ওয়েব কনটেন্ট এবং মিউজিক ভিডিওতে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বড় পর্দায় অভিনয়ের প্রস্তাব পেলেও আপাতত সেই পথে না হাঁটার কারণ ব্যাখ্যা করেছেন এবং নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন।
বড় পর্দায় কাজ না করার বিষয়ে মাহি বলেন, "আমাদের অনেক সিনিয়র শিল্পীই এখন বড় পর্দায় কাজ করছেন। এটা খুব ভালো, কারণ তাঁরা অর্থনৈতিক ও মানসিক দুই দিক থেকেই জীবনের একটি স্থিতিশীল জায়গায় পৌঁছেছেন।"
তবে নিজের বাস্তবতার কথা উল্লেখ করে মাহি জানান, তিনি এখনই বড় পর্দায় কাজ করতে চান না। তাঁর ভাষায়, "আমার একমাত্র পেশা অভিনয়, আমি এখন প্রতিদিন কাজ করছি। যদি হঠাৎ করে বছরে এক-দুটি সিনেমা করি, তবে সেটা অর্থনৈতিকভাবে আমার জন্য টেকসই হবে না। টানা কাজ করেই আমি নিজেকে সচল রাখি।"
নিজের জীবনযাত্রা নিয়ে মাহি বলেন, "আমাকে সোশ্যাল মিডিয়ায় অনেক সক্রিয় মনে হতে পারে, কিন্তু বাস্তবে আমি খুব ঘরকুনো স্বভাবের মানুষ। কাজের বাইরে কিছু করি না। হঠাৎ একটা পোস্ট দিই, তারপর আবার কাজে ফিরে যাই।"
ব্যক্তিগত জীবন নিয়ে ভুল ধারণা ভাঙতে গিয়ে তিনি বলেন, অনেকে ভাবে আমি খুব ওয়েস্টার্ন, খুব মডার্ন বা অনেক বেশি উগ্র। আসলে ব্যক্তিগত জীবনে আমি একদম সাধারণ মেয়ে। ভীষণ সিম্পল। আমি রান্না করি, পরিবারকে সময় দিই, খুব স্বাভাবিক একটা জীবন যাপন করি। বাস্তবের মাহি অনেক সাধারণ।
বর্তমানে একাধিক নাটক ও ওয়েব কনটেন্টের কাজ নিয়ে ব্যস্ত আছেন সামিরা খান মাহি। তবে ভবিষ্যতে ভালো গল্প, শক্তিশালী চরিত্র এবং সঠিক সময় এলে বড় পর্দায় কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন এই অভিনেত্রী।