পাকিস্তানি টিকটকার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সামিয়া হিজাব আবারও তীব্র বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি পোশাক নিয়ে করা এক মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়ে তিনি শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। সামিয়ার এই অপ্রত্যাশিত সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার ঝড় তুলেছে।
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে সামিয়া নিজের পোশাকের ধরন পরিবর্তন নিয়ে কথা বলেন। তবে এর জন্য নিজেকে দায়ী না করে তিনি পাকিস্তানি সমাজের চিন্তাভাবনাকেই দায়ী করেন। তাঁর বিস্ফোরক মন্তব্যটি ছিল, “আমার পোশাক ছোট হচ্ছে, কারণ এই জাতির মানসিকতা ছোট।” ভিডিওটিতে তিনি দেশের জনগণ ও সরকারের ‘বিচারপ্রবণ মনোভাবের’ কড়া সমালোচনা করেন।
সামিয়া হিজাব আরও দাবি করেন যে, দেশের মানুষ আর সরকারের মানসিকতা একই রকম। তিনি বলেন, “তাদের কারণে আমার জীবন অসহনীয় হয়ে উঠেছিল।” সমাজের এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গি এবং তাঁর প্রতি আসা নেতিবাচক মন্তব্যের কারণেই তিনি পাকিস্তান ছেড়ে যেতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন এই জনপ্রিয় টিকটকার।