পুরোনো ক্ষত ভুলে নতুন জীবন শুরু করলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অভিনেতা রাজের সঙ্গে তাঁর বিয়ের জল্পনা চলছিলই, অবশেষে বিয়ের ছবি পোস্ট করে সেই জল্পনায় সিলমোহর দিলেন নবদম্পতি। ছবিতে দেখা যায়, স্নিগ্ধ জীবনসঙ্গীর চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন সামান্থা।

বিয়ের আয়োজন ও বর-কনের সাজসজ্জা ছিল একেবারে আটপৌঢ়ে ও ছিমছাম। সামান্থার পরনে ছিল লাল রঙের ব্রোকেড বেনারসি, খোঁপায় গোঁজা ফুল, গলা জোড়া সোনার হার, কানে লম্বা দুল এবং মেহেন্দি আঁকা হাতে সোনার চুড়ি, বালা ও কঙ্কন। অন্যদিকে, রাজ পরেছিলেন অফ-হোয়াইট পাঞ্জাবির উপর সোনালি রঙের কোট। সাদা-লালের কম্বিনেশনে সেজে নতুন জীবন শুরু করলেন দুজনে।

যদিও তাঁরা কেউই আনুষ্ঠানিকভাবে তাঁদের প্রেম নিয়ে মুখ খোলেননি, তবে এর আগে সামান্থা সোশ্যাল মিডিয়ায় রাজের সঙ্গে তিরুপতির মন্দিরে যাওয়ার ছবি, ফ্লাইটে তাঁর কাঁধে মাথা রাখার মুহূর্ত এবং রাজের কোমর জড়িয়ে ধরা আদুরে ছবি ভাগ করে নিয়েছিলেন। হয়তো এই বিশেষ দিনটির জন্যই অপেক্ষা করছিলেন সামান্থা ও রাজ।