বলিউডে বন্ধুত্ব মানেই সালমান খান (Salman Khan) এবং রিতেশ দেশমুখ (Riteish Deshmukh)-এর রসায়ন। বছরের পর বছর ধরে তাদের মধ্যে থাকা আন্তরিক সম্পর্ক এবার উঠে এলো রিতেশ পরিচালিত ঐতিহাসিক মহাকাব্য 'রাজা শিবাজী'-র সেটে!
সকল জল্পনার অবসান ঘটিয়ে, ভিবি নিউজ নিশ্চিত করছে যে, রিতেশ দেশমুখের স্বপ্নের প্রজেক্ট 'রাজা শিবাজী'-তে একটি বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করছেন সালমান খান। যদিও দৃশ্যটি খুবই সংক্ষিপ্ত, তবে এটি ছবির গল্পের জন্য অত্যন্ত আবেগপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে।
বিশেষ সূত্র অনুসারে জানা গেছে, নভেম্বর ৮ থেকে ১৪ তারিখের মধ্যে মাত্র ২ দিন শুটিং-এর জন্য সময় বরাদ্দ করেছেন সালমান খান।
ভাবুন! একদিকে 'বিগ বস ১৯'-এর শুটিং, অন্যদিকে 'ব্যাটেল অফ গালওয়ান'-এর কাজ এত ব্যস্ততার মধ্যেও বন্ধু রিতেশের জন্য ২ দিনের ডেট বের করে নিলেন 'ভাইজান'! স্টার পাওয়ার যোগ করার জন্য সালমানই এই ভূমিকার জন্য সঠিক পছন্দ বলে মনে করছেন নির্মাতারা। এর আগেও 'লাই ভারী' এবং 'বেদ'-এর মতো রিতেশ অভিনীত ছবিতে তাদের সহযোগিতা দর্শক দারুণ পছন্দ করেছে।
অজানাদের জন্য জানিয়ে রাখি, 'রাজা শিবাজী'-তে সালমান খান অভিনয় করবেন জীবা মহালা-এর চরিত্রে। তিনি ছিলেন ছত্রপতি শিবাজী মহারাজ-এর অন্যতম বিশ্বস্ত, সাহসী যোদ্ধা ও দেহরক্ষী। তার শক্তিশালী স্ক্রিন প্রেজেন্স-এ এই আইকনিক চরিত্রটি জীবন্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
এই ছবিতে রিতেশ দেশমুখ প্রধান ভূমিকায় অভিনয় করছেন এবং পরিচালনাও করছেন তিনি। এছাড়াও বিশাল তারকার মেলা রয়েছে ছবিতে: অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত, মহেশ মাঞ্জরেকর, শচীন খেড়েকর, ভাগ্যশ্রী, ফারদিন খান, জীতেন্দ্র জোশী, আমোল গুপ্তে এবং জেনেলিয়া দেশমুখ।
২০২৬ সালের ১ মে ছবিটি মুক্তি পাওয়ার কথা। তবে সালমানের এই ২ দিনের ক্যামিও ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায় লিখবে।