ভারতের অন্যতম জনপ্রিয় ও বিতর্কিত রিয়েলিটি শো 'বিগ বস'-এর সঞ্চালক সালমান খানের পারিশ্রমিক নিয়ে প্রতি বছরই নানা গুঞ্জন শোনা যায়। সম্প্রতি খবর হয়েছে যে, অভিনেতা নাকি এবার ১৫০ কোটি থেকে প্রায় ২০০ কোটি টাকা (রুপি) পারিশ্রমিক নিচ্ছেন। কিন্তু এই বিশাল অঙ্কের খবর কি আদৌ সত্যি?
এই গুঞ্জনের মধ্যেই 'বিগ বস ১৯'-এর নির্মাতা ঋষি নেগি মুখ খুলেছেন। তিনি স্পষ্ট করে জানান, সালমানের চুক্তি সরাসরি জিওহটস্টারের সঙ্গে, তাই তিনি সঠিক অঙ্ক জানেন না।
ঋষি নেগি বলেন, "এ চুক্তি জিওহটস্টার ও সালমান স্যারের মধ্যে। তাই এর বিস্তারিত আমার জানা নেই। তবে যাই হোক না কেন, তিনি উচ্চ পারিশ্রমিকের যোগ্য।"
সালমানকে নিয়ে গুঞ্জন ও নির্মাতার জবাব
পক্ষপাতিত্বের অভিযোগ: অনেকে অভিযোগ করেন যে সালমান খান নাকি কিছু প্রতিযোগীর প্রতি পক্ষপাত দেখান। এ প্রসঙ্গে নেগি জানান, সালমান নিজেই 'বিগ বস' ঘরের ভেতরের ঘটনাগুলো খুব মনোযোগ দিয়ে অনুসরণ করেন। প্রতি সপ্তাহান্তের পর্বের আগে তিনি গুরুত্বপূর্ণ মুহূর্ত ও হাইলাইটস নিজে দেখে, তারপর নিজের মতামত দেন। নেগি বলেন, "ঘরের ভেতর কী হচ্ছে, সেটা নিয়ে সালমানের আগ্রহ অনেক বেশি।"
স্ক্রিপ্টেড সংলাপ: সালমানকে ইয়ারপিসে সংলাপ বলে দেওয়া হয় এই গুজবকেও মিথ্যা বলে উড়িয়ে দেন নেগি। তিনি স্পষ্ট মন্তব্য করেন, "সালমানকে দিয়ে কখনোই এমন কিছু বলানো যায় না, যা তিনি নিজে বিশ্বাস করেন না। সালমান নিজের মতো করে কথা বলেন, মন থেকে বলেন। তাঁর প্রতিক্রিয়াগুলো লেখা বা সাজানো নয়।"
শোয়ের সঙ্গে সালমানের মানসিক বন্ধন
প্রতি বছরই শোনা যায় সালমান নাকি 'বিগ বস' ছেড়ে দেবেন। তবে নেগি জানান, এই শোর সঙ্গে সালমানের এখন এক গভীর মানসিক বন্ধন তৈরি হয়েছে। "এখন তিনি এই শোর সঙ্গে আবেগপ্রবণভাবে যুক্ত। স্টেজে তাঁর উপস্থিতি, প্রতিযোগীদের সঙ্গে আলোচনার ধরন সবকিছুই তাঁর ভেতর থেকে আসে," মন্তব্য নেগির।
২০০৪ সালে 'বিগ বস'-এর চতুর্থ মৌসুম থেকে সঞ্চালনার দায়িত্বে আছেন সালমান খান। তার রসিকতা ও আন্তরিক সম্পৃক্ততার জন্যই 'বিগ বস' এখনো ভারতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো।
পারিশ্রমিকের আসল অঙ্ক
যদিও পারিশ্রমিক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে শোর একটি সূত্র 'ইন্ডিয়া টুডে'-কে জানিয়েছে, সালমান যে ১৫০ কোটি রুপি পারিশ্রমিক পান, সে গুঞ্জন পুরোপুরি মিথ্যা নয়। কয়েক বছর আগে তিনি পারিশ্রমিক পেতেন ১০০ কোটি রুপি। এখন সেটা বেড়ে সম্ভবত ১২০ থেকে ১৪০ কোটি রুপিতে গিয়ে দাঁড়িয়েছে।