‘বিগ বস’-এর উনিশতম মৌসুম বেশ জমে উঠলেও, অন্য আসরের মতো এবার সঞ্চালক সালমান খান দর্শকের সমর্থন পাচ্ছেন না। চলতি মৌসুমে বেশ কয়েকবার বেফাঁস মন্তব্য করে তিনি দর্শকদের বিরাগভাজন হয়েছেন। এবার ‘বিগ বস’ প্রতিযোগী ফারহানা ভাটকে নিয়ে মন্তব্য করে বড় বিতর্কে জড়ালেন ‘ভাইজান’।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, ‘বিগ বস’-এর এক পর্বে প্রতিযোগী আশনূর কৌর সহ-প্রতিযোগী ফারহানা ভাট সম্পর্কে সালমানের কাছে অভিযোগ করেন। আশনূরের দাবি, ‘ফারহানা নেতিবাচকতা ছড়াচ্ছে। বিগ বসের ঘরের বাইরেও কি ফারহানা এ রকমই?’
এ কথায় সায় দিয়ে ব্যঙ্গাত্মকভাবে সালমান বলেন, “ফারহানার যখন বিয়ে হবে, তখন পরিবারের লোক পাত্রী হিসেবে ওর খোঁজখবর নেবে, ও কেমন? তখন কী বলবে, ওহ, এই মেয়ে তো গালি দেয়! ঝগড়া করে। প্লেট ভাঙে, ঘরের বউ হিসেবে এ রকম মেয়েই দরকার! আমাদের ছেলের জন্য এ রকম শান্তশিষ্ট মেয়ে প্রয়োজন! যে ছেলের সঙ্গে বিয়ে করবে, তার জীবন তো বরবাদ হয়ে যাবে।”