বলিউড ভাইজান সলমন খান আগামীকাল তাঁর ৬০তম জন্মদিন উদ্‌যাপন করতে চলেছেন, যা তাঁকে ভারতের নিয়ম অনুযায়ী ‘সিনিয়র সিটিজেন’-এর তালিকায় অন্তর্ভুক্ত করবে। তবে বয়স বাড়লেও তিনি যে আগের মতোই ফিট, তা তাঁর সাম্প্রতিক শরীরচর্চার ছবিতেই স্পষ্ট। প্রতি বছর মুম্বইয়ের ‘গ্যালাক্সি’ অ্যাপার্টমেন্টের সামনে ভক্তদের উপচে পড়া ভিড় থাকলেও, নিরাপত্তার কড়াকড়ির কারণে এবার তিনি নিজের পনবেলের খামারবাড়িতে জন্মদিন পালনের সিদ্ধান্ত নিয়েছেন।

এবারের আয়োজন হবে ঘরোয়া অথচ জাঁকজমকপূর্ণ। প্রথা অনুযায়ী কেক কাটার পর পরিবারের সদস্যদের সঙ্গে বিরিয়ানি ভোজ এবং পরে গানের আসর বসবে। যদিও নিরাপত্তার খাতিরে আমন্ত্রিত অতিথিদের তালিকা গোপন রাখা হয়েছে, তবে বলিউডের নামী তারকা, প্রযোজক এবং পরিচালকদের সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। ক্রমাগত মৃত্যুর হুমকির মুখে অভিনেতার সুরক্ষা নিশ্চিতে খামারবাড়িতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

জন্মদিনের অন্যতম বড় আকর্ষণ হিসেবে সলমনের চর্চিত বান্ধবী ইউলিয়া ভন্তুর কিছু বিশেষ আয়োজন করেছেন বলে শোনা যাচ্ছে। এছাড়া, তাঁর দীর্ঘ অভিনয় জীবনের সফর নিয়ে বিভিন্ন খ্যাতনামা পরিচালকদের তৈরি একটি বিশেষ ভিডিও প্রদর্শিত হবে অনুষ্ঠানে। সব মিলিয়ে পনবেলের শান্ত পরিবেশে প্রিয়জনদের সঙ্গেই জীবনের এই নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন সালমান খান।