কণ্ঠশিল্পী সালমা ২০১১ সালে শিবলী সাদিককে বিয়ে করেন, যেখানে তাঁদের কন্যা স্নেহার জন্ম হয়। ২০১৬ সালে সেই বিচ্ছেদের পর ২০১৯ সালে তিনি আইনজীবী সানাউল্লাহ নূরেকে বিয়ে করেন এবং তাঁদের সংসারে সাফিয়া নামে আরেক কন্যার জন্ম হয়। তবে সাত বছরের মাথায় সম্প্রতি দ্বিতীয় স্বামী সানাউল্লাহর সাথেও সালমার বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে এসেছে।
দ্বিতীয় বিচ্ছেদের এই কঠিন সময়ে বড় মেয়ে স্নেহার জন্মদিনে একটি অত্যন্ত আবেগঘন পোস্ট দিয়েছেন সালমা। সেখানে তিনি খুব অল্প বয়সে মা হওয়ার স্মৃতিচারণ করে জানান, স্নেহার আগমনেই তাঁর জীবন পূর্ণতা পেয়েছিল। জীবনের সব ঝড়-ঝাপটা পেরিয়ে দুই মেয়েই এখন তাঁর বেঁচে থাকার প্রধান অবলম্বন ও শক্তির উৎস।
পোস্টে সালমা তাঁর দুই মেয়েকে স্বাবলম্বী হওয়ার এবং নিজের আলোকবর্তিকা নিজে হওয়ার উপদেশ দিয়েছেন। তিনি চান তাঁর কন্যারা যেন অন্যের ওপর নির্ভর না করে মাথা উঁচু করে বাঁচতে পারে এবং পৃথিবীর কোনো বিপদ যেন তাদের পথ আগলে না দাঁড়ায়। মা হিসেবে মেয়েদের সুখ ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেই তিনি তাঁর এই আবেগী বার্তা শেষ করেন।