অভিনয়ের ব্যস্ততার মাঝেও সামাজিক মাধ্যমে নিয়মিত থাকেন সাদিয়া। কিন্তু সাম্প্রতিক এক পোস্টে একটু হতাশাই ঝরল তার কথায়। লিখলেন, বয়স তো বেশি না তবুও এমন কেন হয়?
সাদিয়া জানালেন, ফেব্রুয়ারি থেকে জমে থাকা অনেক ছবি আর ভিডিও এখনো পোস্ট করা হয়নি। বারবার ভাবলেন দেবেন, কিন্তু আর মন চায়নি। কারণ, একটা ছবি বা ভিডিও পোস্ট করতে যে পরিশ্রম সিলেক্ট করা, এডিট করা, গান ঠিক করা সব মিলিয়ে নাকি এখন তার কাছে বেশ চাপই মনে হয়। তাই প্রশ্ন ছুড়ে দিলেন, আপনাদেরও কি এমন হয়?
আরেকটু পরে যোগ করলেন, পোস্ট দিতে গেলেই আবার মানানসই ক্যাপশন ভাবতে হয় সেটাও ঝামেলার কম না।
তার এই আক্ষেপের নিচে এক নেটিজেন লিখলেন, গানের কথা ভাবতেই মুড চেঞ্জ হয়ে যায়। আরেকজন বললেন, মন খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না, তাই এমন হওয়াটাই স্বাভাবিক।