যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সচীন-জিগার জুটির সচীন সাংঘভি। ২৯ বছর বয়সী এক যুবতী এই সুরকার ও সংগীত পরিচালক, যিনি ‘স্ত্রী ২’ এবং ‘ভেড়িয়া’-র মতো ছবিতে কাজ করেছেন, তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন।

ওই যুবতীর অভিযোগ, সচীন তাকে বলিউডে কাজের সুযোগের টোপ দেওয়ার পাশাপাশি বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এমন বিস্ফোরক অভিযোগ নিয়েই পুলিশের দ্বারস্থ হন তিনি। তার ভিত্তিতেই গতকাল বৃহস্পতিবার জনপ্রিয় গায়ক তথা সুরকারকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগকারী পুলিশকে জানিয়েছেন, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ইনস্টাগ্রামে সচীনের সঙ্গে তার পরিচয় হয়। সুরকারই প্রথম বার্তালাপ শুরু করেন। এরপর ফোন নম্বর আদানপ্রদান হয় এবং তাকে নিজের স্টুডিওতে ডেকে পাঠান সচীন। সেখানেই তাকে বিয়ের প্রস্তাব দেন এবং পরবর্তীতে দিনের পর দিন যৌন হেনস্তা চালিয়ে গিয়েছেন বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন ওই যুবতী।

পুলিশ সূত্রে খবর, যুবতীর অভিযোগের ভিত্তিতেই সচীন সাংঘভিকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। যদিও গ্রেপ্তারের কিছুক্ষণের মধ্যেই জামিন পেয়ে যান সুরকার। তবে আপাতত ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

এ প্রসঙ্গে সচীন সাংঘভির আইনজীবী আদিত্য মিঠে একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন, “আমার মক্কেলের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। ওই মামলা একেবারে অযৌক্তিক। আমার মক্কেলকে বেআইনিভাবে আটক করেছিল পুলিশ। সেকারণেই অবিলম্বে জামিন পেয়ে গেছেন তিনি।” তিনি আরও জানান, প্রতিটি অভিযোগের পালটা সঠিক উত্তর দেবেন তারা।

সচীন-জিগার জুটি বলিউডে দারুণ জনপ্রিয়। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ঠামা’-তেও কাজ করেছেন তারা। এছাড়াও তাদের ক্যারিয়ারে বহু ‘সুপারহিট গান’ রয়েছে। ‘স্ত্রী ২’ সিনেমায় তাদের ‘আজ কি রাত’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়।