যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের চলমান শুল্ক-বিতর্কের মধ্যেই মার্কিন মুলুকে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গানের মাধ্যমে কটাক্ষ করেছেন জনপ্রিয় ভারতীয় র্যাপার বাদশাহ। সম্প্রতি নিউ জার্সিতে অনুষ্ঠিত তার এক কনসার্টে তিনি ট্রাম্পের শুল্কনীতিকে আক্রমণ করে গানের লাইন পরিবর্তন করেন।
গানের লাইনে কটাক্ষ
'বীরে দি ওয়েডিং' সিনেমার জনপ্রিয় গান 'তারিফান' গাওয়ার সময় বাদশাহ গানের কথা পাল্টে ফেলেন। তিনি গেয়ে ওঠেন, "কিন্নি ট্যারিফ চাহিদি ট্রাম্প নু?" (ট্রাম্প আর কত শুল্ক চান?)। তার এই গানের লাইনটি মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ভক্তরা এটিকে কনসার্টের সবচেয়ে মজার অংশ হিসেবে মন্তব্য করেন।
ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করার কারণে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। এমনকি, ভারতের রাশিয়া থেকে তেল কেনার কারণেও ওয়াশিংটন অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে।
সালমান খানের কটাক্ষ
বাদশাহর আগে বলিউড সুপারস্টার সালমান খানও তার রিয়েলিটি শো 'বিগ বস ১৯'-এর মঞ্চে নাম উল্লেখ না করে ট্রাম্পকে কটাক্ষ করেছিলেন। তিনি প্রতিযোগীদের উদ্দেশে বলেন, "যারা গোটা দুনিয়ায় সবচেয়ে বেশি ঝামেলা ছড়াচ্ছে, তারাই এখন শান্তির পুরস্কার চাইছে।"
বাদশাহর সফর ও কর্মজীবন
নিউ জার্সির এই কনসার্টটি বাদশাহর উত্তর আমেরিকা সফরের একটি অংশ। ইতোমধ্যেই ভার্জিনিয়ায় তিনি পারফর্ম করেছেন এবং সামনে বে এরিয়া, সিয়াটল, ডালাস এবং শিকাগোতেও তার কনসার্ট রয়েছে।
উল্লেখ্য, বাদশাহর পুরো নাম আদিত্য প্রতীক সিং সিসোড়িয়া। ২০১২ সাল থেকে তিনি গান করলেও ২০১৫ সালে 'ডিজিওয়ালে বাবু' গানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। এরপর থেকে তিনি একের পর এক জনপ্রিয় সিঙ্গেল এবং সিনেমার গান উপহার দিয়ে চলেছেন।