গত শুক্রবার (২১ নভেম্বর) সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে প্রকৃতি। আতঙ্কিত জনতা হুড়মুড় করে বেরিয়ে আসেন ঘর ছেড়ে। দশজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে এই প্রাকৃতিক দুর্যোগে। কিন্তু ভূমিকম্পের এই বিপর্যয় ছাপিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে চলে এসেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এবং তার একটি 'বিস্ফোরক' ফেসবুক পোস্ট!

ভূমিকম্পের ধাক্কা সামলাতে না সামলাতেই ঘণ্টাখানেক পর চমক যে বার্তাটি দিলেন, তা দেশের সামাজিক মানসিকতার উপর যেন আরেকটি 'কম্পন' তৈরি করেছে।

চমক তার ফেসবুক পোস্টে লেখেন:
"মেয়েদের জীবনের থেকে, একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ। #ভূমিকম্প ফ্যাক্ট।"

কেন এই 'ওড়না ফ্যাক্ট'?
এই ব্যতিক্রমী বার্তাটির কারণ লুকিয়ে আছে ভূমিকম্পের সময়কার একটি সাধারণ দৃশ্যে: নারী ও পোশাক। তড়িঘড়ি করে ভবন থেকে নামার সময় অনেক নারীই অপ্রস্তুত অবস্থায় বা ওড়না ছাড়া বের হয়ে আসতে বাধ্য হন। চমক তার এই উক্তির মাধ্যমে সমাজের সেই কঠোর ও রক্ষণশীল মানসিকতার দিকে ইঙ্গিত করেছেন, যেখানে একজন নারী নিজের জীবন বাঁচাতে গিয়েও 'শালীনতা' হারানোর সামাজিক ভয়ে ভীত থাকেন। অর্থাৎ, দুর্যোগের এই চরম মুহূর্তেও সমাজের চোখে তার পোশাকের গ্রহণযোগ্যতা, জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে!

চমকের এই মন্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়েছে। অনেকেই চমকের এই 'রূঢ় বাস্তবতা' তুলে ধরার জন্য তাকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এটি আমাদের সমাজের একটি কঠিন চিত্র, যেখানে নারীর পোশাক নিয়ে প্রশ্ন তোলা হয় জীবনের ঝুঁকি উপেক্ষা করেও।

তবে অপরপক্ষ জোর দিয়ে বলেছেন, "জান বাঁচানো ফরজ!" তাদের মতে, প্রাকৃতিক দুর্যোগ বা যেকোনো জরুরি অবস্থায় প্রথম অগ্রাধিকার হলো জীবন রক্ষা করা। ক্ষেত্রবিশেষে তখন পোশাকের শালীনতা নিয়ে অতিরিক্ত ভাবনার অবকাশ নেই।

বিতর্ক যাই হোক না কেন, ভূমিকম্পের মতো একটি দুর্যোগের পর জীবন রক্ষার চেয়ে 'ওড়না'র গুরুত্ব নিয়ে এই আলোচনা নিঃসন্দেহে দেশের বিনোদন জগতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে।