দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ রোজা আহমেদ এবার রঙিন শাড়িতে ধরা দিয়ে তার ভক্তদের মন জয় করেছেন। মডেলিং এবং স্টাইলিশ পোশাকের জন্য পরিচিত এই গ্ল্যামার গার্ল তার নতুন লুকে আবারও আলোচনায় এসেছেন।
রঙিন শাড়িতে রোজার মোহনীয় রূপ
রোববার রাতে রোজা তার সামাজিক মাধ্যমে দুটি নতুন ছবি পোস্ট করেন, যেখানে তাকে হালকা ধাঁচের হলুদ শিফন শাড়িতে দেখা যায়। শাড়ির হলুদাভ জমিনে গোলাপি ও অন্যান্য শৈল্পিক ছোঁয়া এটিকে একটি নান্দনিক রূপ দিয়েছে। এর সঙ্গে তিনি একটি উজ্জ্বল হলুদ ভি-নেক ব্লাউজ পরেছেন। স্নিগ্ধ সাজ, স্মোকি চোখ, ন্যুড লিপস্টিক আর খোলা চুলে তার সৌন্দর্য যেন আরও বহুগুণ বেড়ে যায়।
ছবি দুটি পোস্ট করার পর থেকেই সামাজিক মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। ভক্তরা তার রূপের প্রশংসা করে মন্তব্যের বন্যা বইয়ে দেন। একজন ভক্ত লিখেছেন, “সত্যিকারের সৌন্দর্য্য”, আরেকজন মন্তব্য করেছেন, “আপনাকে পরীর মতো লাগছে।”
ব্যক্তিগত জীবন ও পেশাগত সাফল্য
চলতি বছর জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে রোজা আহমেদ আলোচনায় আসেন। ব্যক্তিগত জীবনের পাশাপাশি তার শিক্ষাগত অর্জনও প্রশংসনীয়। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা সম্পন্ন করার পর তিনি নিউইয়র্কের কুইন্সে 'রোজাস ব্রাইডাল মেকওভার' নামে একটি প্রতিষ্ঠান চালু করেছেন। তার এই উদ্যোগ স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।