ঢালিউড পরিচালক রেদওয়ান রনি ‘চোরাবালি’ দিয়ে বড়পর্দায় পা রেখেছিলেন। এরপর তিনি নির্মাণ করেছিলেন ‘আইসক্রিম’, কিন্তু তারপর দীর্ঘ সময় বড়পর্দায় আর দেখা যায়নি তাকে। প্রায় এক দশক বিরতির পর এবার নতুন সিনেমা ‘দম’ নিয়ে ফিরছেন রনি। নতুন সিনেমার খবর পাওয়ায় সহকর্মী অভিনেত্রী সাফা কবিরও অভিনন্দন জানিয়েছেন।

সাফা কবিরকে ঘরোয়া আড্ডা বা অনুষ্ঠানগুলোতে সবসময় সান্নিধ্যে দেখা যায়। সহকর্মীরা যখন নতুন কোনো পরিকল্পনা বা উদ্যোগ নেন, তখন পাশে থাকেন তিনি। কাজের মাধ্যমে যে পরিচয় তৈরি হয়, সেই পরিচয় থেকেই গড়ে ওঠে বন্ধুত্ব।

অভিনেত্রী সাফা রেদওয়ান রনির একাধিক নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। দীর্ঘদিন পর প্রিয় নির্মাতার নতুন সিনেমা নির্মাণের খবরে সাফাসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে একটি পোস্টে সাফা কবির লিখেছেন, “রেদওয়ান রনি ভাইয়া, আজকের দিনটি অবশেষে এসেছে। এটি ভেবে আমি ভীষণ খুশি। অনেক দিন ধরে এ মুহূর্তের অপেক্ষায় ছিলাম। আপনি আবার সিনেমা বানাচ্ছেন এটি দেখার জন্য কতটা মুখিয়ে ছিলাম, আপনি ধারণা করতে পারবেন না। আজ মনটা আনন্দে পূর্ণ।”

তিনি আরও বলেন, “‘দম’ সিনেমার পুরো টিমের জন্য আমার ভালোবাসা। আশা করছি সিনেমাটি দারুণ হবে। ভালো কিছু দেখার অপেক্ষায় রইলাম। আশা করি কাজটি সুন্দরভাবে শেষ হবে। বড়পর্দায় সিনেমাটি দেখার জন্য আজ থেকেই আমি অধীর আগ্রহে অপেক্ষা করব।”

উল্লেখ্য, মডেল, গল্পকার, চিত্রনাট্যকার ও অভিনেত্রী সাফা কবির মিডিয়ায় পা রাখেন আশফাক বিপুলের এয়ারটেল বিজ্ঞাপনের মাধ্যমে। এরপর তিনি প্রাণ পিনাট বার ও প্যারাসুট নারিকেল তেলের বিজ্ঞাপনে অভিনয় করেছেন। @১৮ অলটাইম দৌড়ের ওপর টেলিফিল্মেও তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে।